Tollywood Gossips: পরিবারের অন্দরের ঝগড়া এভাবেই ফাঁস!
Tollywood Gossips: এই মুহূর্তে চর্চায় জিতু কামাল ও নবনীতা দাস। জিতু বিচ্ছেদের খবর কার্যত অস্বীকার করেছেন। এরই মধ্যে রাত বাড়তেই জিতু কামালের ফেসবুক থেকে করা হল এক পোস্ট।
পরিবারের অন্দরের ঝগড়া এভাবেই ফাঁস!
নবনীতাকে খোঁচা জিতুর?
এই মুহূর্তে চর্চায় জিতু কামাল ও নবনীতা দাস। জিতু বিচ্ছেদের খবর কার্যত অস্বীকার করেছেন। এরই মধ্যে রাত বাড়তেই জিতু কামালের ফেসবুক থেকে করা হল এক পোস্ট। মহাদেবের ছবি শেয়ার করে জিতু লেখেন, “গোপনীয়তা বজায় রাখো। ঘুরে বেড়াও, কিন্তু কাউকে বলো না। একজন সঙ্গী খুঁজে নাও, কিন্তু কাউকে বলো না, সুখে থাকো কিন্তু কাউকে বলো না। মানুষ সুন্দর জিনিসগুলিকে ধ্বংস করে দেয়।” নবনীতাকে খোঁচা দিলেন তিনি?
ঝড়ের পূর্বাভাস রাজের
ঝড় আসছে… না আবহাওয়া দফতর এমন কোনও খবর জানায়নি, এই খবরের বার্তাবাহক পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। এই ঝড় আসলে রাজের প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর টিজার, যা মুক্তি পেল আজই।
যৌনদৃশ্য দেখতে অস্বস্তি
বাড়ির সকলের সঙ্গে বসে যৌনদৃশ্য দেখতে বেজায় অস্বস্তির মধ্যে পড়তেন তামান্না ভাটিয়া। সম্প্রতি এমন কথাই জানালেন তিনি। একই সঙ্গে এ-ও জানালেন, সেই ছুৎমার্গ আজ আর নেই তাঁর। শরীর নিয়েও নেই কোনও বাড়তি অস্বস্তি।
যৌন লালসা নিয়ে অকপট ম্রুনাল
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ ২। ‘ এই ছবির কেন্দ্রে রয়েছেন ম্রুনালের অনস্ক্রিন ঠাকুমা নীনা গুপ্তা। যিনি বিয়ের আগে প্রকাশ্যেই যৌনতার পাঠ দেন নাতনিকে। এই বিষয়ে ম্রুনালের বক্তব্য, “আমার মনে হয় যৌনতা আর লালসা নিয়ে পরিণত আলোচনা খুব প্রয়োজন।”
নেহার পাশে সোনু
পরিবার নিয়ে বিমান অবতরণে দেরির শিকার হলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। এই দুঃসময়ে ফ্লাইট বুক করে নেহার পাশে দাঁড়ালেন সোনু সুদ। বন্ধু সোনুকে নিয়ে টুইটারে আবেগঘন পোস্ট নেহার।
আবারও টেলি তারকার বিচ্ছেদ
আবারও টেলি তারকার বিচ্ছেদ। অভিনেত্রী রুকসার রহমান ও ফারুক কবিরের বিয়ে ভাঙছে। ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। এতদিন সব ঠিক থাকলেও বিগত বেশ কয়েক মাস ধরে সংসারে অশান্তি, সূত্র জানাচ্ছে এমনটাই।
বাবার দ্বিতীয় বিয়ে দিলেন নায়িকা
মা-হারা বহু বছর। বাবার দ্বিতীয় বিয়ে দিলেন সুম্বুল তৌকির খান। দাঁড়িয়ে থেকে সব আয়োজন করলেন তিনি। ঈদের দিনে সৎ মায়ের সঙ্গে ছবিও শেয়ার করেন তিনি। তাঁর এই কাজের জন্য় কুর্নিশ সাধারণের।
কবে বিয়ের অনন্যার?
এই মুহূর্তে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের প্রেম নিয়ে ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা। কবে বিয়ে করছেন তিনি? এ প্রশ্ন করতেই, অনন্যার উত্তর, “এখনও তো অনেক ছোট আমি। অত বয়সই হয়নি যে, বিয়ে করব।”
স্বামীর মৃত্যুবার্ষিকীতে আবেগবিহ্বল মন্দিরা
দু’বছর হল স্বামী নেই। মনের মানুষ চলে যাওয়ার সেই ধাক্কা কিছুটা হলেও সামলে নিয়েছেন বলি-অভিনেত্রী মন্দিরা বেদী। যদিও ৩০ জুন এলে তাঁর কথা আরও বেশি করে মনে পড়ে মন্দিরার। ২০২১ সালে এই দিনই মৃত্যু হয়েছিল স্বামী রাজ কৌশলের। শুক্রবার, ৩০ জুন তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মন্দিরা ইনস্টাগ্রামে লিখলেন, “২ বছর… আমরা তোমাকে মিস করি…”।