TV9 Bangla Super Exclusive: ১০০টি বেনামি ডাম্পারের মালিক পার্থ চট্টোপাধ্যায়?
খোঁজ পাওয়া গেল পার্থ চট্টোপাধ্যায়ের প্রায় ১০০টি ডাম্পারের। এই ডাম্পারগুলোতে বর্ধমান থেকে বালি বোঝাই করে পাঠানো হত রাজারহাট-নিউটাউন ও সিঙ্গুরে।
পালসিট (বর্ধমান): পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা। তারপর ২৬ জুলাই, মঙ্গলবারই খোঁজ পাওয়া গেল পার্থ চট্টোপাধ্যায়ের প্রায় ১০০টি ডাম্পারের। এই ডাম্পারগুলোতে বর্ধমান থেকে বালি বোঝাই করে পাঠানো হত রাজারহাট-নিউটাউন ও সিঙ্গুরে। এই ডাম্পারগুলোয় বিশেষভাবে ‘P’ লেখা ছিল। যা দেখে পালসিট টোলপ্লাজায় কোনও টোল দিতে হত না ডাম্পারগুলোর।
ওই ডাম্পারগুলিতে লেখা রয়েছে রাহুল-রাজ। মনে করা হয়েছিল এই রাহুল-রাজ হয়তো এদের মালিকের নাম। খোঁজ নিয়ে জানা যায় এই ডাম্পারগুলোর মালিক বর্ধমানের আঝাপুর প্রামের গাবু ও বাবলু নামে দুইভাই। অভিযোগ, বেনামে এই ডাম্পারগুলোতে টাকা ঢেলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাহুল ও রাজ গাবু ও বাবলুর ছেলেদের নাম। ডাম্পারগুলো বেআইনিভাবে বালি তুলতে বলে অভিযোগ। স্থানীয়রা বলছেন গত ২ দিন ধরে বালি তুলছে না ডাম্পারগুলো। ডাম্পারের চালকরা জানিয়েছেন, রোড চালান না মেলায় বালি তুলতে পারছে না ডাম্পারগুলো।