Unemployment Rate is Decreasing in India: গত ৫ বছরে সর্বনিম্ন বেকার দেশে

Unemployment Rate is Decreasing in India: গত ৫ বছরে সর্বনিম্ন বেকার দেশে

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 06, 2023 | 9:14 AM

দেশে এখন সর্বনিম্ন বেকার। কিছুটা স্বস্তির পরিবেশ, বলছেন বিশেষজ্ঞ মহল। শেষ ৫ বছরে ভারতে শহুরে বেকারের সংখ্যা এখন সর্বনিম্ন। পিরিওডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশানাল স্ট্যাটিস্টিক্স অফিস। এই ত্রৈমাসিকে শহুরে বেকারত্বের হার ৬.৮% । এই বেকারত্বের হার গত ৫বছরের নিরিখে সর্বনিম্ন।

দেশে এখন সর্বনিম্ন বেকার। কিছুটা স্বস্তির পরিবেশ বলছেন বিশেষজ্ঞ মহল। শেষ ৫ বছরে ভারতে শহুরে বেকারের সংখ্যা এখন সর্বনিম্ন। পিরিওডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশানাল স্ট্যাটিস্টিক্স অফিস। ২০২৩ এর প্রথম ত্রৈমাসিকে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ৩৮.১% । এই ত্রৈমাসিকে শহুরে বেকারত্বের হার ৬.৮% । এই বেকারত্বের হার গত ৫বছরের নিরিখে সর্বনিম্ন। ২০২২ ডিসেম্বর ত্রৈমাসিকে বেকারত্বের হার ছিল ৭.২% । তার আগে শহুরে বেকারত্বের হার ছিল ৮.২% । সে দিক থেকে দেখলে এই হার সাফল্য। বিশেষজ্ঞরা বলছেন স্বস্তির পরিমণ্ডল। পরিবারে উপার্জনে স্বক্ষম সদস্যের ওপর নির্ভরশীল থাকে অন্য অবৈতনিক সদস্যরা। ওই রিপোর্ট বলছে বেকারত্বের হার কমছে ঠিকই কিন্তু বাড়ছে পরিবারে অবৈতনিক সদস্য। ২০১৮-১৯ এ কোনও পরিবারে অবৈতনিক সদস্যের হার যেখানে ছিল ৪.২% । ২০২১-২২ এ তা বেড়ে হয় ১৭.৫% এ । তবে তার জন্য দায়ী অতিমারি। সেই নিরিখে এ বছর যতটা অবৈতনিক সদস্যের হার হতে পারত ততটা বাড়েনি। এমনই মত পোষণ করছেন বিশেষজ্ঞরা।