Traffic Rules: গাড়িতে ধর্মীয় স্টিকারে মোটা জরিমানা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 02, 2023 | 2:18 PM

সম্প্রতি গাড়িতে দেখা যাচ্ছে বিভিন্ন জাতি ও ধর্মের স্টিকার। ধর্মীয় সম্প্রদায়ের নানান বার্তাও থাকে গাড়ির কাচে ও নম্বর প্লেটে। এবার কড়া নির্দেশিকা জারি করেছে ট্রাফিক দফতর। উত্তর প্রদেশে ধর্মীয় ও জাতিগত স্টিকার লাগানোর 'অপরাধে' ১০৭৩ জনকে জরিমানা করেছে নয়ডা পুলিশ।

সম্প্রতি গাড়িতে দেখা যাচ্ছে বিভিন্ন জাতি ও ধর্মের স্টিকার। ধর্মীয় সম্প্রদায়ের নানান বার্তাও থাকে গাড়ির কাচে ও নম্বর প্লেটে। এবার কড়া নির্দেশিকা জারি করেছে ট্রাফিক দফতর। উত্তর প্রদেশে ধর্মীয় ও জাতিগত স্টিকার লাগানোর ‘অপরাধে’ ১০৭৩ জনকে জরিমানা করেছে নয়ডা পুলিশ। পুলিশ বলছে আপনার জাতি, ধর্ম ও বর্ণ আপনার গর্ব হতে পারে কিন্তু তা প্রদর্শন করা আইনের চোখে দণ্ডনীয়। মোটর ভেহিকেল অ্যাক্টের 179 (1) ধারায় এরকম স্টিকার লাগানো অপরাধ। জরিমানা ১,০০০ টাকা। টিন্টেড নম্বর প্লেট ব্যবহার করলে জরিমানা ৫,০০০ টাকা। গাড়ির জানলায় কালো ফিল্ম লাগানো কাচ থাকলে জরিমানা ২,৫০০ টাকা। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানা দ্বিগুণ, ৫,০০০ টাকা। উত্তর প্রদেশ পুলিশ ১০৭৩ জনকে জাতি ধর্মের স্টিকারের জন্য ফাইন করেছে। নয়ডা ট্রাফিক পুলিশ কালো ফিল্মের জন্য ৪৪৩ জনকে ফাইন করেছে। লাইসেন্স বিহীন গাড়ী চালানোর জন্য জরিমানা হয়েছে ৫৬৮ জনের। ১১ অগাস্ট থেকে নয়ডা পুলিশ এই বিষয়ে সচেতনতা মূলক প্রচার শুরু করেছে। আগামী দিনে জাতি, ধর্ম ও বর্ণ মূলক স্টিকারের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নেবে পুলিশ।