Wild Boar Attacked: ভেসে এল বুনো শুয়োর, তারপর…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 17, 2023 | 3:05 PM

জলের স্রোতে ভেসে আসা জংলি শুয়োরের গ্রামে ঢুকে তাণ্ডব। শুয়োরের হামলায় আহত হলেন ২ জন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের কুর্শামারি গ্রামে। আহত দের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ব্যক্তির নাম খগেন্দ্র মন্ডল (৫০)। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ধূপগুড়ি হাসপাতালে।

জলের স্রোতে ভেসে আসা জংলি শুয়োরের গ্রামে ঢুকে তাণ্ডব। শুয়োরের হামলায় আহত হলেন ২ জন।ঘটনা টি ঘটেছে ধূপগুড়ি ব্লকের কুর্শামারি গ্রামে। আহত দের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ব্যক্তির নাম খগেন্দ্র মন্ডল (৫০)। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ধূপগুড়ি হাসপাতালে।খগেন্দ্র মণ্ডলকে হাসপাতালে ভর্তি রাখা হলেও অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে জংলি শুয়োরটি এখনো গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। তাই আতঙ্কিত গ্রামবাসীরা। খবর দেওয়া হয়েছে বিন্নাগুরি বন্যপ্রাণী স্কয়ারের কর্মীদের।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান থেকে জলঢাকা নদীর জলের স্রোতে সম্ভবত শুয়োর টি ভেসে এসেছে।আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা গ্রামে।