২৫ হাজার ভোল্টের ইলেকট্রিক খুঁটিতে চেপে তাণ্ডব সাধুর
সাধুর সার্কাস

২৫ হাজার ভোল্টের ইলেকট্রিক খুঁটিতে চেপে তাণ্ডব সাধুর

sreejayee das |

Feb 09, 2021 | 3:43 PM

সাধুর আজব কীর্তিতে মুহূর্তেই ভিড় জমে যায় স্টেশন চত্বরে।

সকাল ১০ টার ঝালদা স্টেশন। মঙ্গলবার, ব্যস্ততার মধ্যেই সবার অলক্ষ্যে রেলের হাইভোল্টেজ ওভারহেড লাইনের খুঁটিতে চেপে উঠে পড়েন সাধুর পোশাক পরা এক ব্যক্তি। সেখান থেকেই চিৎকার করতে থাকেন। সাধুর আজব কীর্তিতে মুহূর্তেই ভিড় জমে যায় স্টেশন চত্বরে।