হিমালয়ের মতো সংবেদনশীল জায়গায়, কেন তৈরি হয়েছিল পাওয়ার প্রোজেক্ট?

sreejayee das |

Feb 09, 2021 | 3:48 PM

পশ্চিমবঙ্গ থেকেই নিখোঁজ ৩ জন।

Follow Us

কেদারনাথের স্মৃতি উসকে দিয়ে জোশীমঠ বিপর্যয়ে (Joshimath Disaster)  প্রাণ হারিয়েছেন অনেকে। নিখোঁজ শতাধিক। জোরকদমে উদ্ধারের কাজ চালাচ্ছে সেনা, আইটিবিপি, এনডিআরএফ। ঘরে ফেরেননি বাংলার লালু, বুলা, সুদীপদের মতো আরও অনেকে।জোশীমঠের বিপর্যয়ে এ পর্যন্ত মোট ২৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিভিন্ন রাজ্যের শতাধিক এখনও নিখোঁজ। পশ্চিমবঙ্গ থেকেই নিখোঁজ ৩ জন। তাঁদের উদ্দেশে ম্যাগনেটিক লেজার রাডার সার্ভের মাধ্যমে খোঁজ চলছে।

 

কেদারনাথের স্মৃতি উসকে দিয়ে জোশীমঠ বিপর্যয়ে (Joshimath Disaster)  প্রাণ হারিয়েছেন অনেকে। নিখোঁজ শতাধিক। জোরকদমে উদ্ধারের কাজ চালাচ্ছে সেনা, আইটিবিপি, এনডিআরএফ। ঘরে ফেরেননি বাংলার লালু, বুলা, সুদীপদের মতো আরও অনেকে।জোশীমঠের বিপর্যয়ে এ পর্যন্ত মোট ২৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিভিন্ন রাজ্যের শতাধিক এখনও নিখোঁজ। পশ্চিমবঙ্গ থেকেই নিখোঁজ ৩ জন। তাঁদের উদ্দেশে ম্যাগনেটিক লেজার রাডার সার্ভের মাধ্যমে খোঁজ চলছে।

 

Next Video