Space Travel: এবার মহাকাশ ভ্রমণ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 25, 2023 | 9:03 PM

১০ অগস্ট নিউ মেক্সিকোর স্পেসপোর্ট থেকে সকাল ৮.৩০ এ যাত্রা শুরু করবে ভার্জিন গ্যালাটিক। সংস্থার কর্ণধার রিচার্ড ব্র্যানসন সম্প্রতি জানিয়েছেন এ খবর।

১০ অগস্ট নিউ মেক্সিকোর স্পেসপোর্ট থেকে সকাল ৮.৩০ এ যাত্রা শুরু করবে ভার্জিন গ্যালাটিক। সংস্থার কর্ণধার রিচার্ড ব্র্যানসন সম্প্রতি জানিয়েছেন এ খবর। মহাকাশে ভ্রমণের ৮০০ আবেদন পড়ে। তারমধ্যে ৩জনকে সুযোগ দেওয়া হয়েছে মহাকাশ পর্যটনের। ৩ জন মহাকাশ পর্যটক ৯০ মিনিট মহাশূন্যে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন। খরচ ৪ লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা। মহাকাশের উড়ানে কোনও স্পেস শিপ ব্যবহার করছে না ভার্জিন গ্যালাটিক। বড় বিমানের নীচে লাগানও থাকবে মহাকাশযান। তা নিয়ে ৪৫,০০০ ফুট যাবে বিমানটি। সেখান থেকে রকেট ইঞ্জিন স্পেস শিপটিকে লঞ্চ করবে। মাধ্যাকর্ষণ ছাড়াবে স্পেস শিপ। চন্দ্রযান ৩ এর সফল উৎক্ষেপণের পর ইসরোও মহাকাশ পর্যটন নিয়ে ভাবছে।