Viswakarma Puja: বিশ্বকর্মা পুজোর আগেই এল সুখবর

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 15, 2021 | 3:36 PM

মারণ মাঞ্জা থেকে কিছুটা অব্যাহতি পেতে চলেছে মা উড়ালপুল...

Follow Us

এর আগে আমাদের দুটি প্রতিবেদনে আমরা দেখিয়েছি মারণ নাইলন মাঞ্জা বা চাইনিজ মাঞ্জা সুতো বাইক আরোহীদের জন্য কতটা বিপজ্জনক। অবশেষে বিশ্বকর্মা পুজোর আগেই এল সুখবর। মারণ মাঞ্জা থেকে কিছুটা অব্যাহতি পেতে চলেছে মা উড়ালপুল। ২৫ মিটারের পাইলট প্রজেক্টের সাফল্যের পর এবার মা উড়াল পুলের ওপরে সায়েন্স সিটি থেকে চার নম্বর ব্রিজ পর্যন্ত পথের দুধারে ৯০০ মিটার কাইট থ্রেড অ্যারেস্টার বসানোর কাজ শুরু করল কেএমডিএ । এই হালকা লোহার খুঁঠি গুলোর উপর দিয়ে চলে যাবে বেশ কয়েকটি তার। ওই তারগুলিতে আটকে যাবে উড়ালপুলের দিকে উড়ে আসা যেকোনো ঘুড়ির সুতো। খনও রাজ্যের বিভিন্ন জেলায় লুকিয়ে চুরিয়ে বিক্রি হচ্ছে এই নাইলন মাঞ্জা সুতো। গত ১৫দিনে হাওড়া গ্রামীণ পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রচুর পরিমাণ নাইলন মাঞ্জা। পুলিশি ধর পাকড়ে আটক হয়েছেন ৯ জন। জেলার বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন সেই সব মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন সচেতনতার বার্তা যারা এই ধরনের সুতো বিক্রি করেন। আর মা উড়াল পুলের নিচের অঞ্চলে সচেতনতা ছড়িয়ে দিচ্ছে পুলিশ যাতে মানুষ সজাগ হন। পুলিশের নজরদারি এবং উড়ালপুল সংলগ্ন এলাকার দোকান ও মানুষদের সঙ্গে একযোগে কাজ করবার ফলে নাইলন মাঞ্জার বিক্রেতা ও খরিদ্দারদের খোঁজ পাওয়া যাচ্ছে।

এর আগে আমাদের দুটি প্রতিবেদনে আমরা দেখিয়েছি মারণ নাইলন মাঞ্জা বা চাইনিজ মাঞ্জা সুতো বাইক আরোহীদের জন্য কতটা বিপজ্জনক। অবশেষে বিশ্বকর্মা পুজোর আগেই এল সুখবর। মারণ মাঞ্জা থেকে কিছুটা অব্যাহতি পেতে চলেছে মা উড়ালপুল। ২৫ মিটারের পাইলট প্রজেক্টের সাফল্যের পর এবার মা উড়াল পুলের ওপরে সায়েন্স সিটি থেকে চার নম্বর ব্রিজ পর্যন্ত পথের দুধারে ৯০০ মিটার কাইট থ্রেড অ্যারেস্টার বসানোর কাজ শুরু করল কেএমডিএ । এই হালকা লোহার খুঁঠি গুলোর উপর দিয়ে চলে যাবে বেশ কয়েকটি তার। ওই তারগুলিতে আটকে যাবে উড়ালপুলের দিকে উড়ে আসা যেকোনো ঘুড়ির সুতো। খনও রাজ্যের বিভিন্ন জেলায় লুকিয়ে চুরিয়ে বিক্রি হচ্ছে এই নাইলন মাঞ্জা সুতো। গত ১৫দিনে হাওড়া গ্রামীণ পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রচুর পরিমাণ নাইলন মাঞ্জা। পুলিশি ধর পাকড়ে আটক হয়েছেন ৯ জন। জেলার বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন সেই সব মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন সচেতনতার বার্তা যারা এই ধরনের সুতো বিক্রি করেন। আর মা উড়াল পুলের নিচের অঞ্চলে সচেতনতা ছড়িয়ে দিচ্ছে পুলিশ যাতে মানুষ সজাগ হন। পুলিশের নজরদারি এবং উড়ালপুল সংলগ্ন এলাকার দোকান ও মানুষদের সঙ্গে একযোগে কাজ করবার ফলে নাইলন মাঞ্জার বিক্রেতা ও খরিদ্দারদের খোঁজ পাওয়া যাচ্ছে।

Next Video