Fathers’ Day 2023: ছেলের টানে ফিরল বাবার ‘প্রাণ’

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jun 18, 2023 | 2:10 PM

Fathers' Day: বাবা আর ছেলে। কী মনে হচ্ছে দুজনেই জীবন্ত? ভাল করে দেখুন। ছেলে দাঁড়িয়ে আছেন বাবার মূর্তির সামনে। হ্যাঁ, বাবার মূর্তি। এই মূর্তি এমনই যে মনে হয় সত্যি। জীবন্ত।

বাবা আর ছেলে। কী মনে হচ্ছে দুজনেই জীবন্ত? ভাল করে দেখুন। ছেলে দাঁড়িয়ে আছেন বাবার মূর্তির সামনে। হ্যাঁ, বাবার মূর্তি। এই মূর্তি এমনই যে মনে হয় সত্যি। জীবন্ত।

ফাদারস ডে। বাবার সিলিকন মূর্তি তৈরি করালেন ছেলে। জীবন্ত করে রাখতে চান বাবাকে। কিন্তু কেন?অ্যাক্সিডেন্টে কোমর থেকে পা অকেজো । ডাক্তার বলেছিলেন শয্যাশায়ী হয়ে কাটাতে হবে বাকী জীবন। শুধুমাত্র বাবার মনের জোরে অসম্ভবকে সম্ভব করেন পেশায় আইনজীবী সমিত দত্ত। পুত্র সমিত দত্ত, আইনজীবী বলেন, বাবাই আমার কাছে ভগবান। আমাকে নতুন জীবন দিয়েছেন তিনি। তাঁর জোরে আজ আমি কাজ করে খাচ্ছি। লোকেরা হাসতো। বাবা বলতো তুই পারবি। ঠিক পারবি। কোনি সিনেমার মত।
বাড়ির সব জায়গায় বাবাময়। চিলেকোঠার ঘর থেকে বাবার অনেক ডায়রি খুঁজে পান ছেলে। স্মৃতি চারণ নামে বই বের করছেন। সঙ্গে শিল্পী সুবিমল দাসের তৈরি বাবা অরুণ দত্তের জীবন্ত মূর্তি।

Published on: Jun 18, 2023 12:40 PM