Alia Bhatt News: কাপুরদের ভিটে ছেড়ে অন্য সংসারের পথে আলিয়া?

Apr 25, 2023 | 8:40 PM

Bollywood: কাপুরদের ভিটে ছেড়ে এবার আরও একটি সংসার পাততে চলেছেন আলিয়া। শোনা যাচ্ছে, ৩৭.৮০ কোটি খরচ করে মুম্বইয়ের পালি হিলস এলাকায় ২৪৯৭ বর্গফুটের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।

স্বামী, সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছেন ‘হাইওয়ে’ গার্ল আলিয়া ভাট। কাপুরদের ভিটে ছেড়ে এবার আরও একটি সংসার পাততে চলেছেন আলিয়া। শোনা যাচ্ছে, ৩৭.৮০ কোটি খরচ করে মুম্বইয়ের পালি হিলস এলাকায় ২৪৯৭ বর্গফুটের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। তবে নিজের নামে নয়, তাঁর প্রোডাকশন হাউস, ইটারনাল সানশাইন প্রোডাকশনের নামে কেনা হয়েছে বহুমূল্যের এই অ্যাপার্টমেন্ট। শুধু তাই-ই নয়, দিদি শাহিন ভাটকে উপহার দিয়েছেন ২টি ফ্ল্যাট। যার মূল্য আনুমানিক ৭.৬৮ কোটি টাকা।

মালাইকার সিক্রেট
মালাইকা আরোরা ও অর্জুন কাপুর জুটির প্রেম নিয়ে বরাবরই চর্চা তুঙ্গে। প্রকাশ্যে তাঁদের রসায়ন এতটা মজবুত হলেও অন্দরমহলে কি সেই সমীকরণ বর্তমান? প্রশ্নের জবাবে মালাইকা জানালেন, তাঁরা দিব্যি আছেন। রীতিমতো রান্না করেন তিনি বাড়িতে। অর্জুনকে নিজে হাতে খাওয়াতে তাঁর দারুণ লাগে। তবে বিয়ের প্রশ্ন ইদানীং এড়িয়েই যাচ্ছেন জুটি।

মেজাজ হারালেন বিরাট
সপ্তাহান্তে বেঙ্গালুরুর এক রেস্তোরাঁয় স্ত্রীর সঙ্গে খেতে গিয়েছিলেন বিরাট কোহলি। সেখান থেকে বের হওয়ার সময়েই জনতা ঘিরে ধরে তাঁদের। ভিড় এতই বাড়তে থাকে যে, ক্রমে তা চলে যায় হাতের বাইরে। ভিড় ক্রমে এগিয়ে আসতে থাকে অনুষ্কার উপর। এক ব্যক্তি উঠে পড়েন নায়িকার গায়ের উপর। আর তাতেই মেজাজ হারান বিরাট।

মুখ খুললেন পরিণীতি
সুদর্শন সাংসদের প্রমে মজেছেন বলিউড-ডিভা পরিণীতি চোপড়া। আম আদমি পার্টি-র সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানতে বাকি নেই কারও। কবে বাজবে বিয়ের সানাই? তা জানতে মরিয়া অনুরাগীর দল। কিছুদিন আগেই পরিণীতির আঙুলে এনগেজমেন্ট রিং দেখে শোরগোল পড়েছিল বলিউডে। সম্প্রতি দু’বার মনীশ মালহোত্রার বাড়িতেও দেখা যায় পরিণীতিকে। আর সেখান থেকেই দুইয়ে-দুইয়ে চার করেছেন পাপারাৎজিরা। এ বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা পাগল হয়ে গিয়েছেন।”

সরব সলমনের ভগ্নীপতি
অর্পিতা খান, সম্পর্কে সলমন খানের বোন। কখনও তাঁর গায়ের রঙ আবার কখনও তাঁর ওজন নিয়ে শুনতে হয়েছে কুৎসিত মন্তব্য। এবার সেই নিয়েই প্রতিবাদ অর্পিতার স্বামী আয়ুশ শর্মা। আয়ুশ জানান, যখনই অর্পিতার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয় তখনই তাঁর দিকে উড়ে আসে একের পর এক নোংরা সব কমেন্ট।

নাম বিভ্রাটে প্রিয়াঙ্কা
না, চোপড়া, না জোনাস, পদবিতে বিশ্বাস রাখেন না প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নামটুকুই যথেষ্ট। নিজের প্রিয়াঙ্কা নামটুকুই পরিচয় করে তুলতে চান পিগি চপস। পাল্টা প্রশ্ন করে জানালেন, রেখার ক্ষেত্রে যদি হতে পারে, তাঁর ক্ষেত্রে নয় কেন?

শেহনাজ়ের অহংকার?
অতীতে নিজের করা ভুল থেকেই শিক্ষা নিয়ে থাকেন শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তিনি ভুলের জন্য অনুতপ্ত নন। ভুলগুলো করেছিলেন বলেই তো আজ তা থেকে শিক্ষা নিতে পারছেন। শেহনাজের এই উত্তর শুনে নেটপাড়ার একাংশের মত দিন দিন অহংকারী হয়ে উঠছেন তিনি।

আরিয়ানের পরিচালনায় শাহরুখ
আরিয়ান খানের পরিচালনায় এবার শাহরুখ খান। এক পোশাকের বিজ্ঞাপন তৈরির প্রস্তাব পেয়েছিলেন আরিয়ান। সেখানেই বাবাকে কাস্ট করেন তিনি। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রশংসিত কিং-পুত্র।

ট্রোলের মুখে মিশমি
টলিউডের জনপ্রিয় খলনায়িকা মিশমি দাস। একটু ছকভাঙা। একটু সাহসী। বিকিনিতে ছবি এর আগেও দিয়েছেন তিনি। কিন্তু তাঁর সাম্প্রতিক বিকিনি-পরিহিত ছবির জন্য এমনভাবে কটাক্ষ শুনতে হবে, তা হয়তো নিজেও ভাবেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা। ‘তালপাতার সেপাই’ থেকে শুরু করে ‘কঙ্কাল’–কিছুই বাদ গেল না, নেটিজেনের দল থামাল না ট্রোলিং।

Published on: Apr 25, 2023 08:40 PM