Viral Cat Videos: কাটা-কুটি গেমে ‘ওস্তাদ’ এই বিড়াল!
Viral Cat Videos: কাটা-কুটি গেমে ‘ওস্তাদ’ এই বিড়াল!
দু’টি বিড়ালের ‘কাটা-কুটি’ খেলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে তিনটি রো-এ নয়টি কার্ডবোর্ডের বাক্স মেঝেতে সাজানো হয়েছে। আর তার মধ্যেই ঢুকে ঢুকে খেলা করছে ‘মিয়া’ আর ‘জেরি’ নামের দু’টি বিড়াল। না যেমন তেমনভাবে নয়, তারা কিন্তু খেলাটা বেশ ভালভাবেই রপ্ত করেছে। মিয়ার জন্য ‘x’ আর জেরির জন্য ‘0’। তারা জানে কাকে কোন বক্সটিতে ঢুকতে হবে,তবেই তারা জিতবে। সবথেকে অবাক ব্যপার হল,কেউ কাউকে জিততে দিতে নারাজ। সেই মতোই মিয়া আর জেরির মধ্য়ে খেলাটা ড্র হল। দেখেছেন আগে এমন করে বিড়ালদের টিক-ট্যাক-টো গেম খেলতে? তবে ভিডিয়োয় বিড়াল দু’টির এমন কাটা-কুটি খেলা দেখলে মজবেন আপনিও। এই মজাদার ভিডিয়োটি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে তাদের কাটা-কুটি খেলার এই ভিডিয়ো। কেউ বলেছেন,’আমিও এত ভালভাবে খেলতে পারতাম না মনে হয়’। এক ব্যক্তি বলেছেন,’ওরাও কী সুন্দর খেলতে শিখেছে, তা দেখে চোখ কপালে উঠল’।