Water Crisis: সাবধান! তীব্র হচ্ছে জলসঙ্কট

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 11, 2023 | 3:42 PM

জল অনেকদিন ধরে দুশ্চিন্তার কারণ। ১৯৪৭ থেকে মাথাপিছু জলের জোগানের ৭৫% কমে গেছে । পৃথিবীর মোট জলের ৯৭% লবণাক্ত, পানের অযোগ্য । ২% তুষার হয়ে জমাট বাঁধা অবস্থায় । মাত্র ১% জল সারা পৃথিবীর মানুষ নানাভাবে ব্যবহার করে।

জল অনেকদিন ধরে দুশ্চিন্তার কারণ। ১৯৪৭ থেকে মাথাপিছু জলের জোগানের ৭৫% কমে গেছে । পৃথিবীর মোট জলের ৯৭% লবণাক্ত, পানের অযোগ্য । ২% তুষার হয়ে জমাট বাঁধা অবস্থায় । মাত্র ১% জল সারা পৃথিবীর মানুষ নানাভাবে ব্যবহার করে। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের রিপোর্ট বলছে, ১৯৮৬তে কলকাতা পুরসভায় গভীর নলকূপ ছিল ২৩২টি। হাতপাম্প-যুক্ত অগভীর নলকূপ ছিল ৫,০০০টি। মাটির নীচ থেকে দৈনিক ১২১.৫ মিলিয়ন লিটার জল তোলা হত তখন । ২০০৬এ সেই সংখ্যা কমলেও শহরে এখনও পুরোপুরি বিলুপ্ত হয়নি নলকূপ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ৪০ বছরের মধ্যেই ভারতে পানীয় জলের ভয়াবহ সঙ্কট হবে। ভারতে নদী এবং হ্রদগুলির অবস্থা খুব শোচনীয়। প্রচুর ভূগর্ভস্থ জল তুলে নেওয়ায় সঞ্চিত জলের পরিমাণ যে হারে কমছে, তার পূরণ হচ্ছে না। ভারতে সেচের কাজে ৬২% ভূগর্ভস্থ জলের প্রয়োজন হয়। কিন্তু উত্তোলন করা হয় ৮৭% ভূগর্ভস্থ জল। মাটির তলার জল বেলাগাম খরচ করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টির ধরন বদলানোয় ভূগর্ভস্থ জলে টান পড়ছে। জলের এই ধরনের অপচয় জলসঙ্কট ডেকে আনবে। ২০২৪এর মধ্যে ‘জল জীবন মিশনে’ ভারতের বাড়ি বাড়ি কল গেলে ভূগর্ভস্থ জলের দূষণ কমানো যাবে। এই মিশন সফল হওয়ার পথে একমাত্র বাধা ভূগর্ভস্থ জলের দূষণ। রাজধানী দিল্লিতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে জলসঙ্কট। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য শহরের মানুষ দিল্লিতে আসায় এখানে দ্রুত জলের চাহিদা বাড়ছে। আগামী দিনে দিল্লিবাসী ব্যাপক জলসঙ্কটের সম্মুখীন হবে। রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত তথ্য বলছে, ২০১৬য় পৃথিবীর ৯.৩৩ কোটি জনসংখ্যা জলসঙ্কটে। এশিয়ার প্রায় ৮০% মানুষ জলসঙ্কটের সম্মুখীন। উত্তর-পূর্ব চিন, ভারত ও পাকিস্তানে এই সমস্যা সবচেয়ে বেশি। বিশ্বের ২৬% মানুষের বিশুদ্ধ পানীয় জল নেই। জলের অপচয় কমছে না উল্টে প্রতি বছর জলের ব্যবহার বাড়ছে ১% । কলকাতা পুরসভা দৈনিক ৪৪৬ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদন করে ।