Loading video

Weight Reduce On Moon: ওজন কমাতে চাঁদে যান

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 03, 2023 | 4:31 PM

ওজন কমাতে চান? তাহলে চাঁদে যান। কি ভাবছেন ভুলভাল? বিজ্ঞানীরা বলছেন খাঁটি সত্য কথা। ওজন কমানোর জন্য কত কীই না করেছেন।

ওজন কমাতে চান? তাহলে চাঁদে যান। কি ভাবছেন ভুলভাল? বিজ্ঞানীরা বলছেন খাঁটি সত্য কথা। ওজন কমানোর জন্য কত কীই না করেছেন। খাবার খাওয়া কমানো। শারীরিক কসরত। তবুও ভুঁড়ি কমে না, মেদ ঝরে না। একবার চাঁদের মাটিতে পা দিলেই ছ গুন কমবে ওজন। আপনার ওজন যদি ৭৮ কেজি হয়, চাঁদে আপনার ওজন হবে ১৩ কেজি। কারণ চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় ৬ গুন কম। তাই হুহু করে চাঁদে ওজন কমে। তবে কি চাঁদ থেকে ফিরে আসার পর নভোশ্চররা রোগা হয়ে যান? মোটেই না তাঁদের ওজন একই থাকে। আসলে মাধ্যাকর্ষ বল ভার বা ওজনের পরিবর্তন ঘটায়। শরীরের ভর একই থাকে। অর্থাৎ সাধারণত ‘ওজন’ বলতে আমরা যা বুঝি বিজ্ঞানের পরিভাষায় তা আদতে ‘ভর’। সেই ‘ভর’ অপরিবর্তিত থাকে। কমে কেবল বিজ্ঞানের পরিভাষায় ‘ওজন’। কি স্কুলে পড়া ‘ভরের নিত্যতা সূত্র’ মনে পড়ে গেল তো?