Purba Burdwan: একদল মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে, পুলিশের ভ্যান থামতেই বেরিয়ে এলো অন্য চেহারা
Purba Burdwan: ডিএসপি ট্রাফিক-২ রাকেশ কুমার চৌধুরী বলেন,’ গোপন সূত্রে খবরের পেয়ে রবিবার গভীর রাতে বর্ধমান থানার পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কের উল্লাস এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে জড়ো হওয়া ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করে।
জাতীয় সড়কে মহিলা সেজে ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া চারজন দূষ্কৃতিকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউণ্ড গুলি সহ চপার,২টি লোহার রড উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম বাবলু সরকার,সঞ্জীব দাস,সুদীপ দাস ও সুজিত দাস, এরা সকলেই বর্ধমান শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। এদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান জেলা আদালতে আবেদন জানিয়েছে।
ডিএসপি ট্রাফিক-২ রাকেশ কুমার চৌধুরী বলেন,’ গোপন সূত্রে খবরের পেয়ে রবিবার গভীর রাতে বর্ধমান থানার পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কের উল্লাস এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে জড়ো হওয়া ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতেদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃতরা স্বীকার করে নেয় তারা জাতীয় সড়কে মহিলা সেজে ট্রাক থেকে চুরি ও ছিনতাইয়ে কাজে যুক্ত। এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় জাতীয় সড়কে ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি। ধৃতদের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার জন্য আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে জানান ডিএসপি ট্রাফিক-২ রাকেশ কুমার চৌধুরী।