Auroville News: অরোভিলে থাকতে কী যোগ্যতা লাগে?
দক্ষিণ ভারতের পণ্ডিচেরির ছোট্ট শহর অরোভিল। এই শহরে জাতি, বর্ণ, ধর্ম বা অর্থের কোনও ভেদ নেই। ১৯২৬ খ্রিস্টাব্দে পণ্ডিচেরিতে 'শ্রীঅরবিন্দ আশ্রম' প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ তে 'সিটি অফ ডন' অরোভিল প্রতিষ্ঠা করেন মিরা আলফাজোস বা শ্রীমা।
দক্ষিণ ভারতের পণ্ডিচেরির ছোট্ট শহর অরোভিল। এই শহরে জাতি, বর্ণ, ধর্ম বা অর্থের কোনও ভেদ নেই। ১৯২৬ খ্রিস্টাব্দে পণ্ডিচেরিতে ‘শ্রীঅরবিন্দ আশ্রম’ প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ তে ‘সিটি অফ ডন’ অরোভিল প্রতিষ্ঠা করেন মিরা আলফাজোস বা শ্রীমা। বৈষম্যহীন সমাজ তৈরির উদ্দেশ্যে অরোভিল শহর তৈরি হয় ইউনেস্কার সহায়তায়। ইউনিভার্সাল সিটি অরোভিলে যে কেউ এসে থাকতে পারেন। এখানে বসতি স্থাপনের একটাই শর্ত ভলান্টিয়ার হিসাবে থাকতে হবে এখানে। এখানে নেই কোনও সরকার নেই তবু নেই কোনও বিশৃঙ্খলা। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সমাবেশ দ্বারা পরিচালিত হয় এই শহরটি। শহরের মাঝখানে আছে ‘মাতৃমন্দির’। আছে গেস্টহাউস, অডিটোরিয়াম,সংরক্ষণাগার ও গবেষণাকেন্দ্র। আছে ৪০টি শিল্প কেন্দ্র, রেস্তোঁরা ও খামার। ৩৫ বছর আগে এখানে চালু হয় একটি ব্যাঙ্ক। এখানে আছে হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ও। এখানে নগদ অর্থে কোনও বিনিময় হয় না। সব বিনিময় চলে অনলাইনে। চেন্নাই থেকে ১৫০ কিমি ও পুদুচেরি ১২ কিমি অরোভিল।