Panchayat Election 2023: মীনাক্ষিকে আচমকা প্রশ্ন!

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jul 02, 2023 | 3:34 PM

CPIM: মীনাক্ষীর সভায় আচমকা শ্রোতার প্রশ্নবাণ। চন্দন রায় নামে ওই শ্রোতার তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাব মীণাক্ষী দিলেও তাতে সন্তুষ্ট হননি প্রশ্নকর্তা।ফেরার পথে কিছু সিপিএমের কর্মী তাকে হেনস্থা করলে পুলিশ তাকে সরিয়ে দেয়। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা করছেন ডিওআইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী।

মীনাক্ষীর সভায় আচমকা শ্রোতার প্রশ্নবাণ। চন্দন রায় নামে ওই শ্রোতার তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাব মীণাক্ষী দিলেও তাতে সন্তুষ্ট হননি প্রশ্নকর্তা।ফেরার পথে কিছু সিপিএমের কর্মী তাকে হেনস্থা করলে পুলিশ তাকে সরিয়ে দেয়। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা করছেন ডিওআইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী।

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লী এলাকায় নির্বাচনী জনসভা করেন তিনি। ক্যামরী হাসপাতাল থেকে মিছিল করে স্বস্তিপল্লীর মাঠে জনসভায় যান তিনি।

সেখানেই জনসভা শেষে হঠাৎ করেই এক ব্যক্তি মীনাক্ষী মুখার্জীকে বলেন দিদি আমার কিছু প্রশ্ন আছে।

প্রশ্নোত্তর এইরকম ছিল —

এখানে আপনি তৃণমূলের বিরুদ্ধে অনেক কিছুই বললেন, যে অভিযোগ গুলো অনেকটা সত্যি।
কিন্তু সেখানে পাটনাতে গিয়ে সীতারাম ইয়েচুরির সাথে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি একসাথে মিটিং করলেন এটা তাহলে কীসের জন্য তাহলে কি ধরে নেব বাংলায় কুস্তি আর বিহারে দোস্তি ?

উত্তর, যতটা তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই ততোটাই বিজেপির বিরুদ্ধে কাউকে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া যাবে না। আমাদের পলিসি মানুষের টাকা লুট করার বিরুদ্ধে আছে তার নাম তৃণমূল হোক বা বিজেপি।

আমার প্রশ্ন হচ্ছে আপনারা রাজ্যে একরকম স্ট্যান্ড নিচ্ছেন এবং কেন্দ্রীয় নেতারা আর একরকম স্ট্যান্ড নিচ্ছেন সেটা কেন?

উত্তর : কারোর সাথে জোট করিনি। আমাদের পার্টির মহম্মদ সেলিম পরিষ্কার বলেছেন দেশের স্বার্থে,গোটা ভারতবর্ষে স্বার্থে কোন ইলেকট্রোরাল জোট হয় নি। আমাদের পার্টির রাজ্যের সেক্রেটারি পরীক্ষার বলে দিয়েছে দেশের স্তরে কোনো ইলেকট্রোরাল জোট হয় নি। বিজেপির বিরুদ্ধে যারা লড়তে চায় গোটা দেশে তারা আসুক একসাথে কিন্তু পশ্চিমবঙ্গের লড়াইয়ের ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে লড়াইটা একসাথে হবে।

জাতীয় স্তরে কি আপনারা তৃণমূলের সাথেও জোট করতে রাজি?

উত্তর : জাতীয় স্তরে কোন ইলেকট্রোরাল জোট হয়নি।

২০১৬ তে কংগ্রেসের সাথে সমঝোতা হয়েছিল?

উত্তর : ২০১৬ তে কোন সমঝোতা হয়নি।
এরপর আর কোনো ঘটনা ঘটেনি ওই সভায়।

তারপরেই সিপিআইএমের কর্মীরা ওই ব্যক্তিকে ওই স্থল থেকে সরিয়ে নিয়ে যায় এবং হেনস্থা করেন বলেও অভিযোগ।

সিপিএমের কর্মী রূপকুমার গুপ্ত বলেন, উনি তৃণমূল বা বিজেপির হয়ে সভায় বাধা দিতে এসেছিলেন। বাধা দিতে এলে পালটা মার খেতে হবে ওদের। চন্দন রায় যদিও জানান, তিনি তৃণমূল বা বিজেপি নন। তিনি এখানকার ভোটার।টিউশনি করেন। সব দলের সভায় গিয়ে এবার থেকে প্রশ্ন করবেন।