Saayoni Ghosh summoned by ED: ৪ মাস আগে কী বলেছিলেন সায়নী?
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে নোটিস পাঠালো ইডি। আগামী শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। হঠাৎ কেন তৃণমূল যুবনেত্রীকে তলব?
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে নোটিস পাঠালো ইডি। আগামি শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। হঠাৎ কেন তৃণমূল যুবনেত্রীকে তলব? সূত্রের খবর, কুন্তলকে জেরা করার সময়ই এসেছিল সায়নীর নাম। তবুও কুন্তল ঘোষের বিরুদ্ধে তৈরি করা ২টি চার্জশিটে নাম রাখা হয়নি অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রীর। তাহলে কোন পরিপ্রেক্ষিতে সায়নীকে তলব?
ইডি সূত্রের খবর,কুন্তল ঘোষের বিপুল সম্পত্তির সূত্র ধরেই এসেছে সায়নীর নাম। তার সঙ্গে ইডির হাতে এসেছে কুন্তল ও সায়নীর মধ্যে বেশ কিছু চ্যাটও। ইডি সূত্রের খবর, এই চ্যাটের বেশ কিছু কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুন্তলের মোবাইল থেকে সেই তথ্য পেয়েই নাকি সায়নীকে তলব বলে সূত্রের খবর।
তবে ৪ মাস আগে কুন্তলের গ্রেফতারের পর তৃণমূল যুবনেত্রী মুখোমুখি হয়েছিলেন টিভি নাইন বাংলা ডিজিটালের ব্যাকস্টেজ অনুষ্ঠানে। সিনেমার প্রমোশনের জন্য সাক্ষাৎকার হলেও, উঠে এসেছিল তৃণমূল যুব রাজ্যনেতার গ্রেফতারের পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন। কী বলেছিলেন তৃণমূল যুবনেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ? সেই অংশ হুবহু তুলে ধরলাম।