Indo-Bangladesh Entertainment News: চঞ্চল চৌধুরী গাইলেন সাদা সাদা কালা কালা, তাল দিলেন অপু বিশ্বাস

May 03, 2023 | 3:19 PM

চঞ্চল চৌধুরী গাইলেন সাদা সাদা কালা কালা। তাল দিলেন অপু বিশ্বাস। মনে হচ্ছিল কলা মন্দির কলকাতায় নয় , বাংলাদেশে, কারণ একের পর এক বাংলাদেশের নায়ক নায়িকা প্রবেশ করছেন প্রেক্ষাগৃহে।

চঞ্চল চৌধুরী গাইলেন সাদা সাদা কালা কালা। তাল দিলেন অপু বিশ্বাস। মনে হচ্ছিল কলা মন্দির কলকাতায় নয় , বাংলাদেশে।
কারণ একের পর এক বাংলাদেশের নায়ক নায়িকা প্রবেশ করছেন প্রেক্ষাগৃহে। চঞ্চল চৌধুরী ফিরদৌস অপু বিশ্বাস মিথিলা। আরও অনেকে। আছেন এপারের অভিনেতা অভিনেত্রীরাও। উপলক্ষ বাংলাদেশের চিত্রজগতে কৃতিত্বের জন্য সম্মান জ্ঞাপন । ছিলেন শ্রীলেখা মিত্র, আবির চ্যাটার্জি ঐন্দ্রিলা রাও। দুই বাংলার কলাকুশলীরা। দুই বাংলার যৌথ উদ্যোগে অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছে। মূলত ওপার বাংলার অনুষ্ঠান। দুই বাংলার আদান প্রদান আরও বারুক। সবাই একমত।

মনে হচ্ছিল কলা মন্দির কলকাতায় নয় , বাংলাদেশে, কারণ একের পর এক বাংলাদেশের নায়ক নায়িকা প্রবেশ করছেন প্রেক্ষাগৃহে। চঞ্চল চৌধুরী ফিরদৌস অপু বিশ্বাস মিথিলা। আরও অনেকে। আছেন এপারের অভিনেতা অভিনেত্রীরাও। উপলক্ষ বাংলাদেশের চিত্রজগতে কৃতিত্বের জন্য সম্মান জ্ঞাপন । ছিলেন শ্রীলেখা মিত্র, আবির চ্যাটার্জি ঐন্দ্রিলা রাও। দুই বাংলার কলাকুশলীরা।