Elon Musk News: আবার বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক!
Elon Musk: ইলন মাস্ক আবারও নজির গড়ল। বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান দখল করলেন তিনি। বার্নার্ড আর্নল্ড-কে পেছনে ফেলে ধনীতম ব্যক্তির তকমা পেলেন ইলন মাস্ক। এই বছরেই সমান তালে প্রতিযোগিতা চলে ইলন মাস্ক এবং বার্নার্ড আর্নল্ডের মধ্যে।
ইলন মাস্ক আবারও নজির গড়ল। বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান দখল করলেন তিনি। বার্নার্ড আর্নল্ড-কে পেছনে ফেলে ধনীতম ব্যক্তির তকমা পেলেন ইলন মাস্ক। এই বছরেই সমান তালে প্রতিযোগিতা চলে ইলন মাস্ক এবং বার্নার্ড আর্নল্ডের মধ্যে। তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল কে হবে সবথেকে ধনী ব্যক্তির জন্য। কিছুদিন আগে টেসলার শেয়ারের দাম কমে যায়। তিনি চলে আসেন দ্বিতীয় স্থানে ধনীতম ব্যক্তির নিরিখে। সেই সময় প্রথম স্থান দখন করেন বার্নার্ড আর্নল্ড। কিছুদিন আগে এলভিএমএউইচ-র শেয়ারের দাম কমে যায় ২.৬%। এখন অবধি এই শেয়ারের দাম কমেছে ১০%। আবার প্রথম স্থান দখল করল ইলন মাস্ক। ইলন মাস্ক কিনে নেন মাইক্রোব্লগিং সংস্থা টুইটারকে। তারপর থেকেই অন্য এক সংস্থা টেসলার শেয়ারে দাম কমতে শুরু করেছে। তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ২০০ বিলিয়ন। কিন্তু টেসলার শেয়ারের দাম বেড়েছে ৬৬%। এখন তাঁর সম্পত্তি বেড়েছে ৫৫৩০ কোটি ডলার। ইলন মাস্কের সম্পত্তি ১৯ হাজার কোটি ডলার পেরিয়ে গেছে। সেখানে আর্নল্ডের সম্পত্তি পরিমাণ হয় ১৮৬.৬ বিলিয়ন ডলার।