Sunny Deol: বাবা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমাকে কী চোখে দেখতেন সানি?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 16, 2023 | 11:50 PM

Bollywood Gossip: বাবা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীকে কী চোখে দেখতেন সানি দেওল? একবার নাকি সৎ মায়ের সঙ্গে দারুণ অশান্তি হয়েছিল পরিবারের প্রিয় সানির। রাগের মাথায় ‘বাবার দ্বিতীয় নারী’ বলেও হেমাকে অসম্মান করেছিলেন সানি।

বাবা হলেন জিৎ
সোমবার ভক্তদের সঙ্গে সুখবর শেয়ার করে নিলেন টলিউড স্টার জিৎ মদনানি। দ্বিতীয়বার বাবা হলেন তিনি। পুত্র সন্তান এল জিতের স্ত্রী মোহনার কোল জুড়ে। TV9 বাংলা খবর নিয়ে জানতে পারে, সন্তান ও মা দু’জনেই সম্পূর্ণ সুস্থ। জিতের পরিবারকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছে নেটদুনিয়া।

মিঠুনকে নিয়ে কী বললেন লেখিকা
সোহম চক্রবর্তীর প্রয়োজনায় তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। প্রধান চরিত্রে মিঠুন চক্রবর্তী। লেখিকা দেবারতি মুখোপাধ্য়ায়ের ছোট গল্প ‘দোলগোবিন্দবাবুর চশমা’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। লেখিকার দাবি, তাঁর কাছে আরও অনেক প্রযোজনা সংস্থা থেকে ছবির সত্ত্ব কেনার আর্জি এলেও তিনি সোহমকেই বিক্রি করেছেন সত্ত্ব। কারণ, প্রধান চরিত্রে মিঠুন চক্রবর্তী। লেখিকার বিশ্বাস, এই চরিত্রটি মিঠুন ছাড়া কেউই করতে পারতেন না।

মন্নতের বাইরে নিরাপত্তার ঘেরা শাহরুখ
‘কুছ কুছ হোতা হ্য়ায়’ ছবির ২৫ বছর পূর্তিতে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে। সেই স্ক্রিনিংয়ে যাওয়ার সময় মন্নত থেকে কড়া নিরাপত্তায় ঘেরা শাহরুখকে দেখা যায় বেরিয়ে আসতে। দিন কয়েক আগেই বাড়ানো হয় শাহরুখের নিরাপত্তা। তাঁকে দেওয়া হয় ওয়াই প্লাস সিকিউরিটি। এ বছর মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’ এবং ‘জওয়ান’। এই দুই ছবির সাফল্যের পরই খুনের হুমকি আসতে থাকে কিং খানের কাছে। তাই-ই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা।

শাহরুখের প্রশংসা
২৫তম বর্ষে শাহরুখ খান-কাজল-রানি মুখোপাধ্যায় জুটির কাল্ট ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। আর সেই সেলিব্রেশনেই আয়োজন করা হয়েছিল বিশেষ স্ক্রিনিং-এর। যেখানে উপস্থিত ছিলেন করণ জোহর সহ শাহরুখ-রানি। মঞ্চে ওঠার সময় রানির মাটিতে লুটতে থাকা আঁচল হাতে তুলে নিলেন শাহরুখ, পিছনে-পিছনে হাঁটলেন সেই আঁচল ধরেই। শাহরুখের এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় প্রশংসার ঝড়, তিনি সত্যিই এভাবেই মহিলাদের সম্মান করেন, দাবি নেটিজ়েনদের।

হানিমুনে পরী-রাঘব?
শোনা গিয়েছিল, বিয়ের পর পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা হানিমুনে যেতে পারছেন না। এর কয়েক সপ্তাহের মধ্যেই মলদ্বীপ থেকে ছবি শেয়ার করলেন পরীণীতি, তবে কি লুকিয়ে হানিমুনে পাড়ি দিয়েছেন তাঁরা? না, রহস্য ভেদ করলেন পরিণীতি নিজেই। জানালেন এটা হানিমুন নয়, গার্লস ট্রিপ।

উর্বশীর অভিযোগ দায়ের
শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ দেখতে গিয়ে সোনায় মোড়া আইফোন হারানোর অভিযোগ আনেন উর্বশী রাউতেলা। সেই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সকলকে ফোন খুঁজে দেওয়ার অনুরোধও করেন। এরপরই শুরু হয় সমালোচনা। কেন সোশ্যাল মিডিয়ায় ফোনের খোঁজ? বিতর্কের মুখেই অবশেষে পুলিশের দ্বারস্থ হয়ে এফআইআর দায়ের করলেন অভিনেত্রী।

হেমাকে আক্রমণ সানির
বাবা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীকে কী চোখে দেখতেন সানি দেওল? একবার নাকি সৎ মায়ের সঙ্গে দারুণ অশান্তি হয়েছিল পরিবারের প্রিয় সানির। রাগের মাথায় ‘বাবার দ্বিতীয় নারী’ বলেও হেমাকে অসম্মান করেছিলেন সানি। তাঁকে ছুরি দিয়ে নাকি আঘাতও করতে গিয়েছিলেন তিনি। যদিও এই রটনাকে ফুৎকারে উড়িয়েছেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী এবং সানির মা প্রকাশ কৌর।

কাঁদলেন ববি দেওল
সানি দেওল ও ববি দেওলের মধ্যে সম্পর্কের সমীকরণ কারও অজানা নয়। ববির থেকে বছর দশেকের বড় সানি দেওল। ছোট থেকেই ভাইকে আগলে রেখেছেন প্রতি মুহূর্তে। এবার দাদার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ববি। “আসলে আমি খুব ভাগ্যবান যে আমার দাদা…”, আবেগে গলা ধরে আসে তাঁর।

২৬-এই স্বপ্নের ইতি
ফ্যাশন ভালবাসতেন, ভালবাসতেন সাজতে, ইচ্ছে ছিল নিজেকে প্রমাণ করার। করেওছিলেন—কিন্তু ধরে রাখতে পারলেন কই? মাত্র ২৬ বছরেই প্রয়াত হলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দ্য আরমাস। উরুগুয়ের বাসিন্দা ছিলেন তিনি। ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন শেরিকা। সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি।