Car Mileage Tips: জানলা খুলে গাড়িতে চালাচ্ছেন! কমবে মাইলেজ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 27, 2023 | 5:04 PM

অনেকেই আছেন যারা এসি বন্ধ করেই গাড়ি চালাতে পছন্দ করেন। বহু মানুষের বিশ্বাস,গাড়ির এসি যত বেশি চলবে ততই তেল পুড়বে গাড়ির। ইঞ্জিনকে বেশি শক্তি উত্পন্ন করতে না হলে তেল খরচও কম হয় ফলে মাইলেজ পাওয়া যায়।

অনেকেই আছেন যারা এসি বন্ধ করেই গাড়ি চালাতে পছন্দ করেন। বহু মানুষের বিশ্বাস,গাড়ির এসি যত বেশি চলবে ততই তেল পুড়বে গাড়ির। তাই এসি বন্ধ রেখেই গাড়ি চালাতে দেখা যায় তাদের। এসি যদি বন্ধ থাকে তাহলে ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে না। ইঞ্জিনকে বেশি শক্তি উত্পন্ন করতে না হলে তেল খরচও কম হয় ফলে মাইলেজ পাওয়া যায়। কিন্তু যখনই গাড়ির জানলা খুলবেন গোটা দৃশ্যটাই পাল্টে যাবে। এসি বন্ধ রাখলে মাইলেজ কিছুটা বাড়ে এ কথা প্রমাণিত। কিন্তু গাড়ির জানলা খুলে দিলেও কি একই ফলাফল পাওয়া যায়? গাড়ির জানলা যখনই খুলবেন ঠিক তখনই গাড়ির অ্যারোডাইনামিক পাল্টে যাবে। বাতাসের সর্বোচ্চ চাপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি যে ভাবে ডিজাইন করা হয়েছে সেখানে প্রভাব পড়বে। বাইরের বাতাস যত গাড়ির কেবিনের ভিতর ঢুকবে ততই ইঞ্জিনের উপর চাপ পড়বে। এই চাপকে নিয়ন্ত্রণ করে গাড়িকে দৌড় করানোর জন্য ইঞ্জিনের আরও বেশি জ্বালানির প্রয়োজন হবে। যেহেতু জ্বালানি বেশি পুড়বে তাই গাড়ির মাইলেজও অনেকটা কমে যাবে। গাড়ির কেবিন ঠান্ডা করতে গিয়ে সর্বক্ষণ জানলা খোলা রাখলে হিতে বিপরীত হতে পারে। চড়চড় করে ফুয়েল ইন্ডিকেটর নামতে শুরু করবে। গাড়ি চালানোর সময় দুইয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। ইঞ্জিনে চাপ যত কম পড়বে ততই ভালো মাইলেজ পাওয়া যাবে।