Kunal Ghosh: যুবভারতীর বিশৃঙ্খলার জন্য কাকে দায়ী করলেন কুণাল ঘোষ?

| Edited By: জয়দীপ দাস

Dec 13, 2025 | 5:36 PM

Messi in Kolkata: কুণালের স্পষ্ট প্রশ্ন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?” তবে শাসক শিবিরের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়ছে না বিরোধীরা।

কলকাতা: এই কাণ্ড যে হতে পারে তা মনে হয় ভাবতেই পারেননি কেউ। মেসি বেরিয়ে যেতেই বেনজির বিশৃঙ্খলার ছবি দেখা গেল যুবভারতীতে। তাণ্ডব চলল স্টেডিয়ামে। ইতিমধ্যেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করল পুলিশ। ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষও। কুণালের স্পষ্ট প্রশ্ন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?” তবে শাসক শিবিরের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়ছে না বিরোধীরা।