IPL 2023: ব্যাঙ্গালোর-কলকাতা ম্যাচে কি হ্যাজব্যান্ড কোহলির খেলা দেখতে আসবেন অনুষ্কা?
ক্রিকেটের নন্দনকাননে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দেখার জন্য যে ভিড় উপচে পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আরসিবির ম্যাচ দেখতে কি কলকাতায় আসবেন মিসেস বিরাট কোহলি? বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা একসঙ্গে স্পোর্টস অনার অনুষ্ঠানে গিয়েছিলেন।
বিরাট কোহলি বেশ ভালো ফর্মে রয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ অবধি ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিরাট। ম্যাচ জেতানো ইনিংসের পর, ইন্সটাগ্রামে আরসিবির ড্রেসিংরুমের ভিডিয়োর ঝলক শেয়ার করেছেন অনুষ্কা শর্মা। ৬ এপ্রিল আরসিবির দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ কলকাতা। ক্রিকেটের নন্দনকাননে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দেখার জন্য যে ভিড় উপচে পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আরসিবির ম্যাচ দেখতে কি কলকাতায় আসবেন মিসেস বিরাট কোহলি? বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা একসঙ্গে স্পোর্টস অনার অনুষ্ঠানে গিয়েছিলেন। এ ছাড়া বিরুষ্কা জুটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে উপস্থিত হয়েছিলেন ফ্যাশন শোতেও। সেই শো-য়ের রেড কার্পেটে বিরুষ্কা জুটি কার্যত আগুন ঝরিয়েছিলেন। তারপর দু’জনই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন। আইপিএলের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু বিরাট-ডু’প্লেসিদের। এই জয়ের ধারাই পুরো টুর্নামেন্টে ধরে রাখতে চায় আরসিবি। অনুষ্কা তাঁর মেয়ে ভামিকা ও নিজের কাজ ছেড়ে বিরাটের সব ম্যাচ দেখতে আসা সব সময় সম্ভব হয়ে ওঠে না। বর্তমানে কোনও সিনেমার শুটিং আপাতত করছেন না অনুষ্কা। ২০১৮ সালে অনুষ্কার শেষ সিনেমা মুক্তি পেয়েছিল। বর্তমানে ছোট্ট ভামিকাকে নিয়েই তাঁর সময় কেটে যাচ্ছে। ৬ এপ্রিল অনুষ্কা যে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দেখতে আসবেন,তার কোনও নিশ্চয়তা নেই।