Sara Subhman Controversy: ক্রিকেটারের গলাতেই মালা দেবেন সারা? খুলে বললেন মনের কথা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 07, 2023 | 8:30 PM

শুভমন গিলের সঙ্গে সম্পর্কের জল্পনা তুঙ্গে। সারা আলি খানের সঙ্গে যদিও তাঁদ দূরত্ব বাড়া নিয়ে কম খবর সামনে আসেনি। এমনই সময় ক্রিকেটার বর নিয়ে মুখ খুললেন সারা। জানালেন, ক্রিকেটারকে বর হিসেবে গ্রহণ করাটা বিষয় নয়, তিনি যে কোনও জীবিকার ব্যক্তিকেই বিয়ে করতে পারেন, তবে থাকতে হবে মনের মিল।

প্রভাস-কৃতির বিয়ে?
১৬ জুন মুক্তি পাচ্ছে প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘আদিপুরুষ’। তারই আগে বিয়ে নিয়ে মুখ খুললেন প্রভাস। কৃতির সঙ্গে সম্পর্কের জল্পনা নয়, বরং সেই বিতর্ককে এড়িয়ে গিয়ে প্রভাস শুধু জানালেন, যদি বিয়ে করেন, তবে তিনি তিরুপতিতেই করবেন। তবে পাত্রী কে, তা রহস্যই থেকে গেলে।

শুভমনকে বিয়ে করছেন সারা?
শুভমন গিলের সঙ্গে সম্পর্কের জল্পনা তুঙ্গে। সারা আলি খানের সঙ্গে যদিও তাঁদ দূরত্ব বাড়া নিয়ে কম খবর সামনে আসেনি। এমনই সময় ক্রিকেটার বর নিয়ে মুখ খুললেন সারা। জানালেন, ক্রিকেটারকে বর হিসেবে গ্রহণ করাটা বিষয় নয়, তিনি যে কোনও জীবিকার ব্যক্তিকেই বিয়ে করতে পারেন, তবে থাকতে হবে মনের মিল।

ব্যালে শিখছেন সুহানা
সুহানা খান যে নতুন কোনও শিক্ষা নিচ্ছেন, তা মেয়ের জন্মদিনেই ফাঁস করেছিলেন শাহরুখ খান। ব্যালে শিখছেন সুহানা। এবার আর বাবার মারফত নয়, সুহানা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর ব্যালের সিক্রেট। শাহরুখ কন্যার পোস্ট দেখামাত্রই লাইক-কমেন্টে ভরিয়ে দিলেন নেটিজ়েনরা।

রাজকীয় ট্রেলার লঞ্চ পার্টি
প্রকাশ্যে এসেছে ‘আদিপুরুষ’-এর ট্রেলার। গতকাল মঙ্গলবার তিরুপতিতে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হয়। উপস্থিত ছিলেন প্রভাস-সহ কৃতি শ্যানন। এই রাজকীয় পার্টিতে যে টাকা খরচ হয়েছে, তা এই সিনেমায় কৃতির পারিশ্রমিকের সমান। ফলে ছবির বাজেট নিয়ে আরও একবার নেটপাড়ায় তর্জা তুঙ্গে।

কটাক্ষের জবাব আলিয়ার
২২ বছর বয়সেই বাগদান সেরেছেন পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। একপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার তিনি। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “এটা আমার জীবন। যা মনে হবে করব। কে কী বলল তাতে পরোয়া করি না।”

সানকিসড আলিয়া
একান্তে সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় বিকিনিতে ধরা দিলেন তিনি। সঙ্গে নেই কেউ। ছবির ক্যাপশনে লেখা, ‘আমি একাই রয়েছি।’ মুহূর্তে ভাইরাল হল পোস্ট।

মুখ খুললেন দিব্যা
সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে অভিনেত্রী দিব্যা আগরওয়াল ও অভিনেতা বরুণ সুদ-এর। কিন্তু সম্পর্কে শেষ হওয়ায় অনুশোচনায় ভোগেন দিব্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মুখেই জানিয়েছেন সেকথা। আজ তাঁর আফসোস হয় সেই সব দিনের কথা মনে পড়লে।

কবে শেষ হচ্ছে ‘মিঠাই’?
শেষ হচ্ছে ‘মিঠাই’ ধারাবাহিক। তবে কবে শেষ সম্প্রচার, তা নিয়ে ধোঁয়াশা বর্তমান। এবার সামনে এল সঠিক তারিখ, আর মাত্র ২টো দিন। ৯ জুন শেষ হচ্ছে এই ধারাবাহিক। ইঙ্গিত পেতেই আবেগঘন দর্শকমহল।

ক্যাটের গোপন তথ্য ফাঁস
চুটিয়ে সংসার করছেন ক্যাটরিনা কাইফ। ভিকি তাঁর নতুন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারের সময় সংসারের গোপন টুকটাক কথা ফাঁস করছেন বারবার। এবার অভিনেতা জানান, তাঁর বউ পরিবারের পরিচারকদের সঙ্গে সপ্তাহে একদিন করে মিটিং করেন এবং খরচের হিসেব নেন।