Car Accident: ফের বেপরোয়া গতির বলি, প্রাণ হারালেন বছর আটচল্লিশের মহিলা
ফের বেপরোয়া গতির বলি। কন্নড় চলচ্চিত্র দুনিয়ায় জনপ্রিয় অভিনেতা নাগাভূষণের গাড়িতে পিষে গিয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় ইতিমধ্যেই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অভিনেতার গাড়িতে মৃত্যু মহিলার
ফের বেপরোয়া গতির বলি। কন্নড় চলচ্চিত্র দুনিয়ায় জনপ্রিয় অভিনেতা নাগাভূষণের গাড়িতে পিষে গিয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় ইতিমধ্যেই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রবীনার মেয়ের ডেবিউ
রাসা থান্ডানি– সম্পর্কে তিনি ৯০ দশকের প্রথম সারির অভিনেত্রী রবিনা টন্ডনের মেয়ে। খুব শীঘ্রই যে বলিউডে ডেবিউ হতে চলেছে তাঁর, এ কথা বিগত বেশ কিছু দিন ধরেই হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। শোনা যাচ্ছে রাসার থেকে ২০ বছরের বড়, অস্কারপ্রাপ্ত ছবির অভিনেতা রামচরণের বিপরীতেই নাকি ডেবিউ হবে তাঁর। তবে হিন্দি ছবি নয়, তেলুগু দুনিয়াতেই প্রথমে পা রাখবেন রাসা।
বন্ধু রবীনা
সন্তানরা তাঁর বন্ধুর মতো। তাই নিজের অতীত তাদের সামনে নিজেই তুলে ধরেন রবীনা ট্যান্ডন। কারণ তাঁর মতে, তাঁরা কোনও গসিপ স্টোরি পড়ে মায়ের ব্যাপারে রং চড়ানো কিছু জানুক তা চাননি তিনি। তাই নিজের প্রেম, বিচ্ছেদ নিয়ে আগেভাগেই দুই সন্তানকে সব বলে রেখেছেন বলেই দাবি করেছেন ৯০ দশকের জনপ্রিয় এই অভিনেত্রী।
জ্যাকলিনকে খোঁচা মিকার?
একটি টুইট করেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। টুইটে বেলজিয়ামের মার্শাল আর্টিস্ট জিন ক্লডের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। এবার সেই ছবিই রি-টুইট করে গায়ক মিকা সিং লেখেন, “তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে জ্যাকলিন। আর ওই ব্যক্তি সুকেশের থেকে অনেক ভাল।” মিকার ওই টুইটের পরেই জ্যাকলিন ভক্তরা চড়াও হন গায়কের উপর। তাঁদের একাংশের অভিযোগ, নায়িকাকে অপমান করেছেন মিকা। কে না জানে, প্রাক্তন প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়ে এই মুহূর্তে বেকায়দায় জ্যাক। মিকা যদিও ওই টুইট মুছে দিয়েছেন, তবে তা ইতিমধ্যেই ভাইরাল।
শাশুড়ির ভয়ে এ কী করেন শর্মিলা!
৬০-এর দশকে বিকিনিতে ধরা দিয়েছিলেন শর্মিলা ঠাকুর। তবে তা ততটাও সহজ ছিল না তাঁর জন্য। হবু শাশুড়ি এসব দেখে কী বলবেন সেই ভয়ে, রাতারাতি শ্বশুরবাড়ির আশেপাশে ছবির পোস্টার ছিঁড়ে ফেলেছিলেন তিনি। যদিও পাশে ছিলেন তাঁর হবু স্বামী মনসুর আলি খান পাতৌদি।
বাবার মৃত্যুদিনেও শানুর গান
বাবার মৃত্যুদিনেও দর্শকের মনোরঞ্জন করতে হয়েছিল কুমার শানুকে। মঞ্চে তাঁর উদ্দেশ্যে ছোড়া ফুলে পা পিছলে পড়েও যান, তবুও বুঝতে দেননি দর্শকদের। কারণ তাঁর মতে দর্শকরা এসব বুঝতে চায় না, তাঁরা গান শুনতে আসে। তাই তাঁর কাজ তিনি চালিয়ে গিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনে এই সব অধ্যায়ের কথাই তুলে ধরেছেন গায়ক।
এলভিশ-অভিষেকের ঠান্ডা লড়াই
বিগবস ওটিটি ২-এর রি-ইউনিয়ন পার্টি ছিল। এই সিজনে যাঁরা যাঁরা অংশ নিয়েছেন তাঁদের প্রায় প্রত্যেকেই হাজির ছিলেন সেখানে। তবে দেখা যায়নি অভিষেক মালহানকে। শোনা গিয়েছিল এল্ভিশ যাদব ওই পার্টিতে আসতে পারেন, এই আশঙ্কাতেই নাকি পার্টি এড়িয়ে যান অভিষেক। যখন এই গুঞ্জনেই তোলপাড় হচ্ছিল সামাজিক মাধ্যম তখন তাতেই কার্যত সিলমোহর লাগালেন ওই সিজনের আরও এক প্রতিযোগী বেবিকা ধ্রুবে। সংবাদমাধ্যমের তরফে অভিষেকের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে ওই একই কথা বলেন তিনিও।
শুভশ্রীর পাশে রাজ
বিগত বেশ কিছু দিন ধরেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে হচ্ছে জোর চর্চা। নেপথ্যে ৪০ সেকেন্ডের একটি ভিডিয়ো। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সদ্য। ৪০ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে আট মাসের গর্ভাবস্থাতেও চুটিয়ে জিম করছেন শুভশ্রী। এর পরেই শুরু হয় বিস্তর সমালোচনা। ওই সব সমালোচনার জবাবে শুভশ্রী চুপ থাকলেও একটি কবিতা পাঠ করেছেন সামাজিক মাধ্যমে জনপ্রিয় আবৃত্তিকার পারোমিতা। যে কবিতার মূল বক্তব্য, “মেয়েরাই মেয়েদের জাজ করে”। এবার পারমিতার ওই কবিতা শেয়ার করে রাজ লিখলেন, “অনেক অনেক ধন্যবাদ’।
আদৃতের নতুন লুক
টিভিনাইন বাংলা আয়োজিত ঘরের বায়োস্কোপের পর থেকে নিজেকে কার্যত আড়ালেই রেখেছিলেন আদৃত রায়। তাঁকে একবার দেখার জন্য হা-পিত্যেশ করে বসেছিলেন দর্শক। অবশেষে দেখা মিলল তাঁর। কিন্তু আদৃতের নতুন লুক দেখে অবাক ভক্তরা। একমুখ দাড়ি, লম্বা চুল। হাজারও ক্যামেরার সামনে নিজেকে দেখাবেন না বলে মুখ ঢেকেই এলেন তিনি। পরিচালক অভিরূপ ঘোষের ‘পাগল প্রেমী’র জন্যই কি নিজেকে বদলে ফেললেন আদৃত?