FIFA World Cup 2022: এক ম্যাচে ১০ লাল কার্ড! মেসিদের ঘুম ওড়াচ্ছেন ফাকুন্ডা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 15, 2022 | 6:32 PM

বিশ্বকাপের ড্রেস রিহার্সালেই যে কড়া মনোভাব দেখিয়েছেন ফাকুন্ডা, তাতে ঘুম উড়তে বাধ্য।

কাতার বিশ্বকাপে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারদের ত্রাস। মেসিদের ঘুম উড়িয়েছেন এক রেফারি। তাঁর নাম ফাকুন্ডা টেল্লো। কেন এই রেফারিকে নিয়ে আতঙ্কিত ফুটবলাররা? বিশ্বকাপের ড্রেস রিহার্সালেই যে কড়া মনোভাব দেখিয়েছেন ফাকুন্ডা, তাতে ঘুম উড়তে বাধ্য। ফাকুন্ডার কীর্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিন উপরের ভিডিয়ো লিঙ্কে।

আন্তর্জাতিক ফুটবলে টেল্লো স্বীকৃতি পেয়েছেন একটু বেশিই বয়সে। ৪০ বছর বয়সে দক্ষিণ আমেরিকার সেরা রেফারি শিরোপা পান তিনি। ফাকুন্ডার ম্যাচ পরিচালনার বহর দেখে, তাবড় তাবড় ফুটবলাররা ভাবছেন, বিশ্বকাপে সত্যিই চাপ আছে!

Published on: Nov 15, 2022 06:31 PM