Loading video

World Happiness Index: ভারতীয়দের থেকে বেশি সুখী পাকিস্তানিরা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 24, 2023 | 2:57 PM

World Happiness index: কোনও দেশের খুশির সূচক মাপা হয় সেই দেশের নাগরিকদের জীবন যাপনের নিরিখে। একই ভাবে অসুখী সূচকও মাপা হয়। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স বিশ্বের অসুখী দেশগুলির তালিকা প্রকাশ করেছে। ভুরাজনৈতিক ও আর্থিক কারণে দুনিয়ার সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।

কোনও দেশের খুশির সূচক মাপা হয় সেই দেশের নাগরিকদের জীবন যাপনের নিরিখে। একই ভাবে অসুখী সূচকও মাপা হয়। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স বিশ্বের অসুখী দেশগুলির তালিকা প্রকাশ করেছে। ভুরাজনৈতিক ও আর্থিক কারণে দুনিয়ার সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান। এখানকার বেকারত্বের হারও উরধ্মুখি। প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত হলেও তালিকার দু নম্বরে আছে লেবানন।

তিন নম্বর স্থান দখল করেছে সিয়েরা লিওন। ভুরাজনৈতিক সমস্যা পশ্চিম আফ্রিকার এই দেশের নিত্যদিনের সঙ্গী। চার নম্বর অসুখী দেশ জিম্বাবোয়ে। দক্ষিণ আফ্রিকার এই দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও সুখী নয় দেশবাসী।

এই তালিকার ১২তম স্থানে ভারত। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স ভারতের রেটিং দিয়েছে পাকিস্তানেরও পিছনে। তালিকার ৩০ তম স্থান দখল করেছে পাকিস্তান। আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি, বিশ্ব ব্যাঙ্কের ঋণ আর অসন্তোষের মধ্যেই ভারতের চেয়ে খুশি পাকিস্তানিরা।