King Fahd International Airport News: ৪ টি শহর ধরে এই এয়ারপোর্টে
৪ টি শহর ঢুকে যাবে এই এয়ারপোর্টে। সৌদি আরবের দম্মমে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর। কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর। প্রায় ৩৬.৮ বর্গ কিমি এলাকা জুড়ে এয়ারপোর্ট ভবনটি। ৭৭৬ বর্গ কিমি এলাকা জুড়ে এই বিমানবন্দর চত্বর।
৪ টি শহর ঢুকে যাবে এই এয়ারপোর্টে। সৌদি আরবের দম্মমে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর। কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর। প্রায় ৩৬.৮ বর্গ কিমি এলাকা জুড়ে এয়ারপোর্ট ভবনটি। ৭৭৬ বর্গ কিমি এলাকা জুড়ে এই বিমানবন্দর চত্বর। এতটাই বড় এই এয়ারপোর্ট যে এতে ভারতের ৪ টি ছোট অনায়াসে শহর ঢুকে যাবে। প্রায় ১৬ বছর লাগে এই বিমানবন্দরটি তৈরি করতে। কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ চলে ১৯৮৩ থেকে ১৯৯৯ পর্যন্ত। গালফ ওয়ারের সময়ে মার্কিন বিমানঘাঁটি হিসাবে ব্যবহৃত হয় কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরে আছে ৩ টি ঝাঁ চকচকে চোখ ধাঁধানো টার্মিনাল। বিমানবন্দরটি চালু হয় ১৯৯৯ এ। যাত্রী সংখ্যার নিরিখে পৃথিবীর ৩য় বৃহত্তম বিমানবন্দর এটি। ৪৩ টি গন্তব্যের সঙ্গে কিং ফাহদ যুক্ত করেছে উপসাগরীয় অঞ্চলকে। বিমানবন্দরে রয়েছে আধুনিক সমস্ত পরিষেবা। বিমানবন্দরের ভিতরেই আছে উপাসনা গৃহ।