World Music Day: গার্বেজ ব্যান্ড নয়, প্রথাগত বাদ্যযন্ত্রের তালিম নিচ্ছে ‘ট্যাংরা ব্লুজ’
সঙ্গীতের সাত সুরের ঘোড়ায় সওয়ার হয়ে ওরা জিতেছে জীবনের সংগ্রাম।
সঞ্জয় মণ্ডল পেশায় সাফাইকর্মী। সঞ্জয়ের চেষ্টায় তৈরি হয় কলকাতা ক্রিয়েটিভ ওয়েস্ট আর্ট সেন্টার। সেখানে এসে কৌশিক, তন্ময়, সুরজিৎ, সুমিতরা হারায়নি অন্ধকারের কানাগলিতে। সঙ্গীতের সাত সুরের ঘোড়ায় সওয়ার হয়ে ওরা জিতেছে জীবনের সংগ্রাম। মেলোডির খোঁজ করতে গিয়ে সঞ্জয় বুঝলেন প্রথাগত বাদ্যযন্ত্রের তালিম নেওয়া কতটা জরুরি। প্রশিক্ষক রাখা হল ‘আসমানে’। তাঁরা এসে শেখাতে লাগলেন ড্রামস, সিন্থেসাইজার, হারমোনিয়াম, বেহালা, বাঁশি। ওদের সঙ্গীতে বদল এল। বদল এল ওদের সঙ্গীতে। শুনুন ট্যাংরা ব্লুজের সেই সঙ্গীত।