World Oceans Day: ধ্বংস হচ্ছে সমুদ্র
পরিবেশকে প্রতিনিয়ত আমরা অসুস্থ করে দিচ্ছি। প্লাস্টিকের ব্যবহার বাড়ছে প্রতিদিন। সেই প্লাস্টিক জমছে সাগরে। সামুদ্রিক প্রাণীর ক্ষতি হচ্ছে। পরিবেশকে সুস্থ রাখতে বিশ্ব মহাসাগর দিবসে অনেক পদক্ষেপ নেওয়া হয়।
পরিবেশকে প্রতিনিয়ত আমরা অসুস্থ করে দিচ্ছি। প্লাস্টিকের ব্যবহার বাড়ছে প্রতিদিন। সেই প্লাস্টিক জমছে সাগরে। সামুদ্রিক প্রাণীর ক্ষতি হচ্ছে। পরিবেশকে সুস্থ রাখতে বিশ্ব মহাসাগর দিবসে অনেক পদক্ষেপ নেওয়া হয়। খাদ্যের জন্য অনেক মানুষই নির্ভর করে সমুদ্রের উপর। সমুদ্র থেকে পাওয়া যায় প্রোটিন। ৩০০ মিলিয়ন টন প্লাস্টিক বানানো হয় প্রত্যেক বছর। প্রত্যেক বছর প্রায় ১০ মিলিয়ন টন প্লাস্টিক জমা হয় সাগরে। সমুদ্রের ৯০% মাছ আজ প্রায় শেষের দিকে। প্রবাল প্রাচীরও অবস্থা খারাপ। আমরা খালি সুযোগ নিয়ে যাই সমুদ্র থেকে। সমুদ্রকে ভাল কিছুই দিই না। কেন পালিত হয় এই দিনটি? ৮ জুন,১৯৯২ সালে প্রথম পালন করা হয় ‘বিশ্ব মহাসাগর দিবস’। প্রতিবছর এই দিনটিতে একটি থিম রাখা হয়। এই দিনটি পালনের মাধ্যমে আমাদের সচেনতা বাড়ানো হয়। আমাদের সমুদ্রকে বাঁচাতেই হবে।