Laptop Problem: খুব সহজেই ঠিক করেতে পারবেন আপনার ল্যাপটপের কীবোর্ডের সমস্যা
Laptop Problem: ল্যাপটপটি সদ্য কিনেছেন? আর তাতেও ঠিক করে চলছে না। কিংবা অনেকদিন হয়ে গিয়েছে আপনার ল্যাপটপের বয়স। ভাবছেন এবার হয়তো খারাপ হয়ে গিয়েছে।
ল্যাপটপটি সদ্য কিনেছেন? আর তাতেও ঠিক করে চলছে না। কিংবা অনেকদিন হয়ে গিয়েছে আপনার ল্যাপটপের বয়স। ভাবছেন এবার হয়তো খারাপ হয়ে গিয়েছে। খুব সহজেই ঠিক করেতে পারবেন আপনার ল্যাপটপের কীবোর্ডের সমস্যা। ল্যাপটপ ব্যবহার করার সময় অনেক কিছু খেয়াল রাখতে হবে। কারণ আপনি অজান্তেই এমন কিছু ভুল করে বসেন, যাতে ল্যাপটপটি বার বার খারাপ হয়ে যায়। তবে কীবোর্ডে সমস্যা দেখা দিলে আর টাকা খরচ করতে হবে না। আপনি নিজেই বাড়িতে ঠিক করে ফেলতে পারবেন। কীবোর্ড সঠিকভাবে কাজ না করলে, প্রথমেই ল্যাপটপটি রিবুট করতে হবে। অনেক সময় ল্যাপটপে এমন অনেক সমস্যা হয়, যা থেকে আপনার মনে হতে পারে এটিতে বড় কোনও সমস্যা হয়েছে। কখনও কখনও রিবুট করার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। এমনকি সফ্টওয়্যার বা হার্ডওয়্যারয় সমস্যা থাকলেও ঠিক হয়ে যেতে পারে। আরেকটি সমাধান হল ড্রাইভারটিকে আন-ইনস্টল করা। আপনাকে কীবোর্ড ড্রাইভার আপডেট করতে হবে। যদি আপডেটেও একই সমস্যা হলে, তবে আনইনস্টল করে আবার ইনস্টল করুন। এক্ষেত্রে কীবোর্ড ড্রাইভারটি ঠিকভাবে কাজ করবে। হতে পারে সফ্টওয়্যার সেটিংসের জন্যও আপনার কীবোর্ডটি স্লো কাজ করছে বা কাজ করাই বন্ধ করে দিয়েছ। সেক্ষেত্রে প্রথমে আপনাকে কীবোর্ড সেটিংস পরিবর্তন করতে হবে। তার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করার পরে সার্চ অপশনে গিয়ে ‘কন্ট্রোল প্যানেল’ টাইপ করুন। এবার কীবোর্ড সেটিংসে যান এবং কন্ট্রোল প্যানেল উইন্ডোতে কীবোর্ড সার্চ করুন।