Zomato: ঘরে বসে ৪টি রেস্তোরাঁর খাবার খান একসাথে!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 06, 2023 | 4:47 PM

জোমাটো ফুড অ্যাপটি এনেছে একটি নতুন ফিচার। নতুন ফিচারে আপনি একই সঙ্গে বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারবেন। জোমাটো অ্যাপটি এই নতুন ফিচারটি এনেছে পিনকোড অ্যাপের অনুপ্রেরণায়।

জোমাটো ফুড অ্যাপটি এনেছে একটি নতুন ফিচার। নতুন ফিচারে আপনি একই সঙ্গে বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারবেন। জোমাটো অ্যাপটি এই নতুন ফিচারটি এনেছে পিনকোড অ্যাপের অনুপ্রেরণায়। এই পিনকোড অ্যাপে একাধিক ক্যাটাগরিতে অর্ডার করা যায়। জোমাটো অ্যাপের ব্যবহারকারীরা ৪টি রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দিতে পারবেন। একটি কার্টে খাবার অর্ডার দেওয়া হয়ে গেলে যেতে হবে পরের কার্টে। এইভাবে ৪টি রেস্তোরাঁ থেকে বিভিন্ন খাবার কার্টে যোগ করে অর্ডার করা যাবে। এই নতুন ফিচার আসার জন্য অনেকটাই সুবিধা পাবেন জোমাটো অ্যাপের ব্যবহারকারীরা। খাদ্য সরবরাহের বাজারে সুইগি এবং জোমাটো অ্যাপ একে অপরের সঙ্গে লড়াই করে। জোমাটোর বর্তমানে বাজারে শেয়ার আছে ৫৫%। সুইগির বর্তমানে বাজারে শেয়ার আছে ৪৫%। জোমাটো অনেকটাই এগিয়ে আছে সুইগির থেকে।