Mothers Day: মাদার্স ডে-তে জোমাটো গড়ল নতুন রেকর্ড
মায়ের দিন মাদার্স ডে চলে গেছে। মাদার্স ডেতে কেক কেটে অনেকেই উদযাপন করেছেন । অনেকেই অনলাইনে অর্ডার করেন কেকের । মায়ের জন্য আনানো এই কেক ভেঙে দিল সর্বকালের রেকর্ড ।
মায়ের দিন মাদার্স ডে চলে গেছে। মাদার্স ডেতে কেক কেটে অনেকেই উদযাপন করেছেন । অনেকেই অনলাইনে অর্ডার করেন কেকের । মায়ের জন্য আনানো এই কেক ভেঙে দিল সর্বকালের রেকর্ড । মাদার্স ডে নিয়ে উচ্ছ্বসিত জোমাটো সিইও দীপেন্দর গোয়েল । তিনি বলছেন তাহলে কি জোমাটোর বানান বদলে গেল । জোমাটো কি এখন Zo-maa-to বা Zo-mai-to হল? কারণ রেকর্ড সংখ্যক মানুষ মাতৃ দিবসে কেকের অর্ডার করেছেন। ১৪ মে মিনিট প্রতি ১৫০টি করে কেকের অর্ডার এসেছে জোমাটোতে। যেন নতুন বছরের উদযাপন। জোমাটো সিইও বলছেন ‘আপনাদের উদযাপনে সামিল হতে পেরে আমরা গর্বিত’। দীপেন্দর গোয়েলের টুইটে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। কেউ বলেছেন ‘মা আমাদের সবকিছু দেয় তাই উদযাপন তো হবেই’ ।