Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: সাফল্যের চাবিকাঠি রয়েছে এই তিন মূলমন্ত্রেই, দারুণ ভিডিয়ো শেয়ার করে কী বার্তা দিলেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা?

Anand Mahindra: একটি অনুপ্রেরণামূলক ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন আনন্দ মহিন্দ্রা। সেখানে এক ছোট ছেলেকে মাছ ধরতে দেখা গিয়েছে। আর তার থেকেই শেখার রয়েছে অনেক কিছু।

Viral Video: সাফল্যের চাবিকাঠি রয়েছে এই তিন মূলমন্ত্রেই, দারুণ ভিডিয়ো শেয়ার করে কী বার্তা দিলেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা?
শিল্পপতি আনন্দ মহিন্দ্রা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2022 | 8:30 PM

সাফল্য (Success) পাবেন কীভাবে? নিয়ম শিখিয়ে দিচ্ছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra)। সম্প্রতি একটি ভিডিয়ো (Viral Video) টুইটারে শেয়ার করেছেন তিনি। না কোনও শর্টকাট পদ্ধতি শেখাননি আনন্দ মহিন্দ্রা। বরং তিনটি পর্যায় অনুসরণ করলে সাফল্য আসবে এই বার্তাই দিয়েছেন। এমনিতে রসিকতায় মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রার জুড়ি মেলা ভার। সোশ্যাল মিডিয়ায় হামেশাই মজার বিভিন্ন ধরনের ভিডিয়ো শেয়ার করে থাকেন তিনি। সেই সঙ্গে অবশ্য অনুপ্রেরণামূলক ভিডিয়োও শেয়ার করেন। সমাজকে বিশেষ করে তরুণ প্রজন্মকে খুব সুন্দর বার্তাও দেন শিল্পপতি। এবারও তেমনই একটি অনুপ্রেরণামূলক ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন তিনি। সেখানে এক ছোট ছেলেকে মাছ ধরতে দেখা গিয়েছে। মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ভিডিয়ো এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও। এই ভিডিয়োর মাধ্যমেই খুব সুন্দর একটি বার্তা দিয়েছেন শিল্পপতি।

আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে মাছ ধরার সরঞ্জাম নিয়ে একটি জলাশয়ের ধারে গিয়েছে একটি ছোট ছেলে। তার হাতে রয়েছে একটা ব্যাগ। সেখান থেকে একটু আধুনিক একটা ছিপ বের করেছে সে। দেখে মনে হচ্ছে হাতেই তৈরি হয়েছে ওই ছিপ। সেখানে লাগানো সুতোর মুখে টোপ গেঁথে সেটা জল ছুঁড়ে ফেলে দিয়েছিল বাচ্চা ছেলেটি। তারপর ছিল অপেক্ষার পালা। ধৈর্য ধরে অপেক্ষা করছিল বাচ্চা ছেলেটি। ধৈর্যের পরীক্ষায় সফল হয়েছে সে। আর সেই সঙ্গে ছিপের সুতোয় টান ও পড়েছে। সুতোয় টান পড়তেই ওই ছিল যন্ত্রের সাইডে থাকা হ্যান্ডেলের মতো একটা অংশ ঘুরিয়ে সুতো টেনে এনেছে সে। বেশ বড় দুটো মাছ উঠেওছে ছিপে। তাদের মুখ থেকে ছিপের সুতো খুলে যত্ন করে ব্যাগে ভরে নিয়েছে বাচ্চা ছেলেটি।

এই ভিডিয়ো শেয়ার করে আনন্দ মহিন্দ্রা জানিয়েছেন যে এটা তার কাছে এসেছে। এখানে সাফল্যের তিনটি গুণের কথা বলা হয়েছে একজনের মধ্যে যদি সঠিক সংকল্প, ধৈর্য এবং চাতুর্য অর্থাৎ ওই ব্যক্তি যদি কিছুটা চালাক হন তাহলেই জীবনে আসবে সাফল্য। তবে এখানে চাতুর্যকে কেউ উপর চালাকি বলে ভুল করবেন না যেন। তাহলে আর সাফল্য আসবে না। কোনও কাজে সফল হতে গেলে অধ্যাবসায়ও প্রয়োজন। আপনি যদি ভাবেন যে এই এক আপনি করতে পারবেন তাহলে আপনাকে আটকায় কার সাধ্য। বিজনেস টাইকুন আনন্দ মহিন্দ্রাও একথাই বিশ্বাস করেন। এর মধ্যেই তাঁর শেয়ার করা ভিডিয়োর ১.২ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। ৮৩ হাজারের বেশি মানুষ পছন্দ করে লাইক দিয়েছেন এই ভিডিয়োতে।

আরও পড়ুন- Viral Video: সুযোগ বুঝে নদীতে ঝাঁপ! তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় কুমির শিকার করে জঙ্গলে টেনে নিয়ে গেল ভয়ঙ্কর জাগুয়ার