পিৎজা খেতে ভালবাসেন না, বিশেষ করে তরুণ প্রজন্ম— সচরাচর এমনটা শোনা যায় না। উপরে পুরু চিজের লেয়ার, তার মধ্যে মুখরোচক নানা জিনিসের টপিং, ভেজ হোক বা ননভেজ… পিৎজা প্রিয় খাবার অনেকেরই। ছোটদেরও এই মুখরোচক ইতালীয় খাবার বেশ পছন্দের। কিন্তু তাই বলে এক খুদে পিৎজা খেয়ে যা হাবভাব দেখিয়েছে, তা দেখে অবাক হয়ে গিয়েছে নেট দুনিয়া। পিৎজা মুখে দিয়েই চিজের স্বাদ পেয়ে একবারে আরামে চোখ বুজে ফেলেছে ওই একরত্তি। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। জানা গিয়েছে, প্রথমবার পিৎজা খেয়েছিল ওই খুদে। আর তাতেই দারুণ স্বাদ পেয়েছে সে। চোখ বুজে মাথা নাড়িয়ে চোখে-মুখে যা অভিব্যক্তি প্রকাশ করেছে এই একরিত্ত তা দেখে অবাক নেটিজ়েনরা।
একরত্তি মেয়ে যে আগামী দিনে বাবা-মায়ের কাছে পিৎজা খাওয়ার জন্য বেশ বায়না করবে, সেটা তার প্রথমবার তারিয়ে তারিয়ে পিৎজা খাওয়ার ধরন দেখেই বোঝা গিয়েছে, বলছেন নেটিজ়েনদের একাংশ। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি টেবিলের পাশে চেয়ারে বসে রয়েছে ওই একরত্তি মেয়ে। পাশ থেকে কেউ একজন তাকে জিজ্ঞেস করেছেন ‘তুমি কি পিৎজা খাবে?’ সম্মতি জানানোয় বাচ্চা মেয়েটির মুখের সামনে ধরা হয়েছিল এক টুকরো পিৎজা। তারপরে যা হয়েছে তেমনটা বোধহয় ভাবেননি কেউই। প্রথমবার পিৎজায় কামড় দিয়ে ভাল স্বাদ পেয়ে একদম চোখ বুজে মাথা নাড়িয়ে নাড়িয়ে পিৎজা খেতে থাকে ওই একরত্তি। ভাল খাবারের স্বাদ পেলে আমরা যেমন চোখ বুজে মন দিয়ে সেই খাবারের স্বাদ পুরোটা আস্বাদন করি, এই বাচ্চা মেয়েটিও ঠিক তাই করেছে।
দেখুন প্রথমবার পিৎজা খাওয়ার পর একরত্তির এক্সপ্রেশন
জানা গিয়েছে, এই বাচ্চাটির নাম স্যালি। ভিডিয়োতে তার মা তাকে পিৎজা খেতে বলছিলেন। তারপর পিৎজার স্বাদ পেয়ে একরত্তি ঠিক কতটা খুশি হয়েছে, তা বোঝা গিয়েছে তার চোখমুখের হাবভাব দেখে। ছোট্ট মেয়ে স্যালি- র মা স্টিফেনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল Oh_Shoot_Girl থেকে এই ভিডিয়ো শেয়ার করেছেন। ক্রমশ লাইক, ভিউ, কমেন্ট বাড়ছে এই ভাইরাল ভিডিয়োর। পিৎজা খাওয়ার পর একরত্তির নিখুঁত এক্সপ্রেসন দেখে অবাক হয়েছেন নেটিজ়েনদের সকলেই।
আরও পড়ুন- Viral Video: আগে খাওয়া,পরে বিয়ে! নেটপাড়ায় হিট নববধূর ফুচকা প্রেম
আরও পড়ুন- Viral Video: ‘চন্না মেরেয়া’র লিপ-সিঙ্কে রণবীর কপুরের আবেগটাই ছুঁয়ে ফেললেন কিলি পল! দেখুন ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: ঘরছাড়া ব্যক্তিকে কুকুরের আদুরে আলিঙ্গন! ‘ওরা সব বোঝে’, মন্তব্য নেটাগরিকদের