AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ঘরছাড়া ব্যক্তিকে কুকুরের আদুরে আলিঙ্গন! ‘ওরা সব বোঝে’, মন্তব্য নেটাগরিকদের

ভিডিয়োতে দেখা গিয়েছে একটি গোল্ডেন ল্যাব্রাডোরকে। রাস্তায় বসে থাকা গৃহহীন এক ব্যক্তির কাছে এগিয়ে যায় সে। তার পর...

Viral Video: ঘরছাড়া ব্যক্তিকে কুকুরের আদুরে আলিঙ্গন! 'ওরা সব বোঝে', মন্তব্য নেটাগরিকদের
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 7:08 PM
Share

মন ভাল করা একটি ভিডিয়ো সম্প্রতি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিয়ো দেখে নেটপাড়ার লোকজন বলছেন, ‘আমরা কুকুরেও যোগ্য নই’। আদরমাখা এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে বুটেঙ্গেবিডেন নামের এক টুইটার পেজ থেকে। ভিডিয়োটি আপলোড হওয়ার কিছু ক্ষণের মধ্যেই ৭.৪৭ লাখ ভিউ এবং ৪৮ হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই কুকুরটি একজন গৃহহীন মানুষের কাছে যায় এবং মনে হয় তার কী প্রয়োজন তা সে জানে।’

ভিডিয়োতে দেখা গিয়েছে একটি গোল্ডেন ল্যাব্রাডোরকে। রাস্তায় বসে থাকা গৃহহীন এক ব্যক্তির কাছে এগিয়ে যায় সে। সেই মানুষটা বেশ কিছুক্ষণ কুকুরটির দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। কুকুরটিও সেই ব্যক্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। খানিক পরেই কুকুরটি গৃহহীন সেই ব্যক্তি বহু প্রতিক্ষিত আলিঙ্গনটি করেই ফেলে, যা তাঁর খুবই দরকার ছিল। লোকটি তার পরে অনেকক্ষণ কুকুরটিকে জড়িয়ে ধরে থাকে।

ট্যুইটারে বহু ইউজারের হৃদয় জিতে নিয়েছে ছোট্ট এই ভিডিয়ো। কমেন্টে ভরিয়ে দিয়েছেন ব্যবহারকারীরা। আর কুকুরের এমন বোধ দেখেও তাজ্জব হয়েছেন অনেকে। একজন ইউজার ট্যুইটারে লিখলেন, “আমি মনে করি, এই ভিডিয়োর দুটি দিক রয়েছে। প্রথমত গৃহহীন একটা মানুষের যে এখনও ভালবাসা এবং স্নেহ প্রয়োজন, কুকুরটি তা ঢের বুঝেছে, যা মানুষও বুঝতে পারে না। দ্বিতীয়ত, পশুদের ভালবাসা কতটা নিঃশর্ত হতে পারে ভিডিয়োটা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল।”

ভিডিয়োটি একবার দেখে নিন –

অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আমরা কুকুরেরও যোগ্য নই।”

আরও পড়ুন: Viral video: পকোড়া ভাজার কড়াইয়ে ফুটন্ত তেলে হাত ডোবালেন দোকানদার! তারপর… দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: পর্যটক বোঝাই গাড়ি কামড়ে পিছনে টেনে আনছে বাঘ! ভিডিয়ো দেখে কী বললেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা?

আরও পড়ুন: Viral Video: বিয়ের আসরে ঘোড়ায় চড়ে এলেন কনে, তরোয়াল নাচে হল অভ্যর্থনা, দেখুন ভিডিয়ো