মনে আছে সেই সুন্দরী মেয়েটির কথা, যে একসময় রুটি তৈরি করার সময় তার মিষ্টি হাসি দিয়ে মানুষকে পাগল করে দিয়েছিল। হ্যাঁ, আমিনা রিয়াজ। ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা আমিনা রিয়াজের বিশেষত্ব হল মেকআপ এবং স্টাইল ছাড়াই তাকে দেখতে সুন্দর লাগে। এ কারণেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে আমিনার ভিডিও।
সম্প্রতি আবারও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে আমিনার। এবারও নেটিজেনরা তার প্রশংসা করতে পিছু পা হয়নি। তবে এবার আর রুটি তৈরির ভিডিয়ো নয়। মিষ্টি মুখ নিয়ে আলু কাটতে দেখা গেল আমিনাকে।
১৫ বছর বয়সী আমিনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে থাকে। তার পরিবার যাযাবর শ্রেণির অন্তর্গত এবং তাঁরা খুব সাধারণভাবে জীবনযাপন করতে অভ্যস্ত। তার পাড়াতেই থাকে একটি ছেলে, যে তার ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর তারপরের ঘটনা তো জানেনই। রমরমিয়ে ভাইরাল হতে থাকে সেই ভিডিয়ো।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,
এখন আমিনার একটি নতুন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে পাকিস্তানি আমিনাকে দেখা যাচ্ছে আলু কাটতে। আর তার সঙ্গে তার মুখে লেগে আছে মিষ্টি হাসি। এই ভিডিয়োতে আমিনাকে দেখা গেছে একটি রঙিন সালোয়ার কামিজে। আমিনার বিপরীতেও একজন মহিলা রয়েছেন, যিনি আমিনাকে আলু কাটতে সাহায্য করছেন। তবে ভিডিয়োতে তাঁর ছবি দেখা যায়নি। এই ভিডিয়ো দেখার পর নেটিজেনরাও তার প্রশংসা করেছেন। দেশ বিদেশের বহু মানুষ আমিনার এই সরল সাদা-সিধে ভিডিয়োটি বেশ পছন্দ করেছেন।
ভিডিয়োটি আমু ৫ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি চলতি বছরের ১০ সেপ্টেম্বর পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভাইরাল হল দু’মাস পর। ইনস্টাগ্রামের মত এখন এই ভিডিয়োটির দর্শকের সংখ্যা প্রায় ৮০ হাজারেরও বেশি।
আরও পড়ুন: Viral Video: জেসিবি চড়ে বিয়ের আসরে বর-কনে! উল্টে পড়ে এ কী কাণ্ড হল… দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: Viral Video: জ্বলন্ত বিয়ের মণ্ডপেও খেতে ব্যস্ত অতিথিরা! ভাইরাল ঘটনায় নেটপাড়ায় শোরগোল