Viral Video: রাজনীতি কী? ‘গরমেন্ট’-এর কী কাজ? ভগবন্ত মানের উত্তরে সিধুর কী হাসি! লাফটার চ্যালেঞ্জের পুরনো ভিডিয়ো এখন ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 13, 2022 | 6:42 PM

Bhagwant Mann And Navjot Singh Sidhu: পঞ্জাবে বিপুল ব্যবধানে আম আদমি পার্টি জয়লাভ করতেই ভাইরালর হতে আরম্ভ করল ২০০৬ সালের লাফটার চ্যালেঞ্জের একটি ভিডিয়ো। যেখানে প্রতিযোগী পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী এবং বিচারক বিরোধী দলের, যাঁকে ভোটে হারতে হয়েছে।

Follow Us

অদ্ভুত এক সমাপতন! পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান (Bhagwant Mann) ছিলেন এক সময়ের জনপ্রিয় কৌতুকাভিনেতা। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের কপি করতেন তিনি। সেই সঙ্গেই আবার রাজনীতি এবং নেতা-নেত্রীদের নিয়েও মজা করতেন! এহেন ভগবন্ত মান এক সময় জনপ্রিয় কমেডি শো লাফটার চ্যালেঞ্জ-এর (Laughter Challenge) প্রতিযোগী ছিলেন। আর সেই কমেডি শো’য়ের বিচারকের আসনে ছিলেন পঞ্জাব কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। গত ১০ মার্চ পঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। কংগ্রেসকে ঝেঁটিয়ে বিদায় করেছে আম আদমি পার্টির ঝাড়ু! ১১৭টা সিটের মধ্যে আপের ঝুলিতেই গিয়েছে ৯২টা। হারতে হয়েছে নভজোৎ সিং সিধুর মতো হেভিওয়েট প্রার্থীকেও। অন্য দিকে ধূরি বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন পঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। আর তিনি জয়লাভের পরই লাফটার চ্যালেঞ্জের একটি ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২০০৬ সালের লাফটার চ্যালেঞ্জের সে বারের অনুষ্ঠানের নাম ছিল, লাফটার চ্যালেঞ্জ জোকসভা। ট্যুইটারে এই ভিডিয়োটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজনীতি নিয়ে প্রতিযোগী ভগবন্ত মানকে জোকস শোনাতে। তিনি বলছেন, “আমি একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেছিলাম যে, রাজনীতি মানে কী? তিনি আমাকে বলেছিলেন যে, কী ভাবে শাসন করা হবে, তার সিদ্ধান্ত নেওয়ার কাজই হল রাজনীতি। আমি তখন তাঁর কাছে জানতে চাই, গরমিন্ট (গভর্নমেন্ট) মানে কী? তিনি জানিয়েছিলেন, যাঁরা সব কিছু খুঁটিয়ে লক্ষ্য করার পরক্ষণেই আবার ভুলে যান।”

নভজোৎ সিং সিধুর অট্টহাসির সঙ্গে আমরা সকলেই পরিচিত। ক্রিকেট ছাড়া থেকে রাজনীতিতে পদার্পণ ইস্তক সিধুর জনপ্রিয়তার আর একটা কারণ ছিল, তাঁর সেই হা হা হা রবে হাসি। লাফটার চ্যালেঞ্জে তিনি ছিলেন বিচারকের আসনে। সঙ্গে ছিলেন অভিনেতা শেখর সুমন। ভগবন্ত মান রাজনীতি ও গরমেন্ট সম্পর্কে এহেন জোক ক্র্যাক করার পরও নভজোৎ সিং সিধুকে সেই স্বভাবসিদ্ধ স্বরেই হাসতে দেখা গিয়েছে। বহু দিন পরে এই ভিডিয়ো আবার ভাইরাল হয়েছে একটা কারণেই। আর তা হল, সমাপতন। সে দিনের প্রতিযোগী আজকের পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী এবং সে দিনের বিচারককে বড় ব্যবধানে ভোটে হারতে হয়েছে।

১০ মার্চ পঞ্জাব বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার কয়েক মুহূর্ত আগে ট্যুইটারে এই ভিডিয়োটি পোস্ট করেছিলেন রাজ নামের এক ব্যক্তি। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, “পঞ্জাব। একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে, ভগবন্ত মান পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। তাঁর প্রতিযোগী নভজোৎ সিং সিধু হলেও কিছু যায় আসে না। পুরনো লাফটার চ্যালেঞ্জের একটা ভিডিয়ো খুঁজে পেলাম, যেখানে ভগবন্ত মান রাজনীতি নিয়ো জোকস শোনাচ্ছেন। আর সেখানে বিচারকের আসনে তখন নভজোৎ সিং সিধু।”

সে সময় ভগবন্ত মান রাজনীতিতে নাম লেখাননি, মাথায় পাগড়িও পরতেন না। স্টার প্লাসে এই লাফটার চ্যালেঞ্জ অনুষ্ঠিত হত। স্টার প্লাসের তরফ থেকে পরবর্তীতে ভাগবান্ত মানের এই এপিসোডটি ইউটিউবেও আপলোড করা হয়েছিল, যেখানে বহু মানুষ নানাবিধ কমেন্ট করেছেন। তাঁদেরই একজন লিখেছেন, “পয়েন্ট অফ ভিউ: এটা ২০২২ সাল। তিনি এখন পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং নভোজোৎ সিং সিধু বিরোধী দলে।”

আরও পড়ুন: ‘বাঁকুড়া মিমস’ ছাড়তে ‘বাধ্য’ হয়ে কি ‘বাতেলাবাজ’ হলেন সৌমিত্র-সম্রাট-কিরণ? 

আরও পড়ুন: কুকুরের হানা থেকে বাঁচতে মরে যাওয়ার অভিনয় হাঁসের, ভিডিয়ো নেটাগরিকদের মন জিতল!

আরও পড়ুন: পুষ্পার ‘ঝুকেগা নেহি’ কায়দা দেখিয়ে ভাইরাল এই সদ্যোজাত!

অদ্ভুত এক সমাপতন! পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান (Bhagwant Mann) ছিলেন এক সময়ের জনপ্রিয় কৌতুকাভিনেতা। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের কপি করতেন তিনি। সেই সঙ্গেই আবার রাজনীতি এবং নেতা-নেত্রীদের নিয়েও মজা করতেন! এহেন ভগবন্ত মান এক সময় জনপ্রিয় কমেডি শো লাফটার চ্যালেঞ্জ-এর (Laughter Challenge) প্রতিযোগী ছিলেন। আর সেই কমেডি শো’য়ের বিচারকের আসনে ছিলেন পঞ্জাব কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। গত ১০ মার্চ পঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। কংগ্রেসকে ঝেঁটিয়ে বিদায় করেছে আম আদমি পার্টির ঝাড়ু! ১১৭টা সিটের মধ্যে আপের ঝুলিতেই গিয়েছে ৯২টা। হারতে হয়েছে নভজোৎ সিং সিধুর মতো হেভিওয়েট প্রার্থীকেও। অন্য দিকে ধূরি বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন পঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। আর তিনি জয়লাভের পরই লাফটার চ্যালেঞ্জের একটি ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২০০৬ সালের লাফটার চ্যালেঞ্জের সে বারের অনুষ্ঠানের নাম ছিল, লাফটার চ্যালেঞ্জ জোকসভা। ট্যুইটারে এই ভিডিয়োটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজনীতি নিয়ে প্রতিযোগী ভগবন্ত মানকে জোকস শোনাতে। তিনি বলছেন, “আমি একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেছিলাম যে, রাজনীতি মানে কী? তিনি আমাকে বলেছিলেন যে, কী ভাবে শাসন করা হবে, তার সিদ্ধান্ত নেওয়ার কাজই হল রাজনীতি। আমি তখন তাঁর কাছে জানতে চাই, গরমিন্ট (গভর্নমেন্ট) মানে কী? তিনি জানিয়েছিলেন, যাঁরা সব কিছু খুঁটিয়ে লক্ষ্য করার পরক্ষণেই আবার ভুলে যান।”

নভজোৎ সিং সিধুর অট্টহাসির সঙ্গে আমরা সকলেই পরিচিত। ক্রিকেট ছাড়া থেকে রাজনীতিতে পদার্পণ ইস্তক সিধুর জনপ্রিয়তার আর একটা কারণ ছিল, তাঁর সেই হা হা হা রবে হাসি। লাফটার চ্যালেঞ্জে তিনি ছিলেন বিচারকের আসনে। সঙ্গে ছিলেন অভিনেতা শেখর সুমন। ভগবন্ত মান রাজনীতি ও গরমেন্ট সম্পর্কে এহেন জোক ক্র্যাক করার পরও নভজোৎ সিং সিধুকে সেই স্বভাবসিদ্ধ স্বরেই হাসতে দেখা গিয়েছে। বহু দিন পরে এই ভিডিয়ো আবার ভাইরাল হয়েছে একটা কারণেই। আর তা হল, সমাপতন। সে দিনের প্রতিযোগী আজকের পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী এবং সে দিনের বিচারককে বড় ব্যবধানে ভোটে হারতে হয়েছে।

১০ মার্চ পঞ্জাব বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার কয়েক মুহূর্ত আগে ট্যুইটারে এই ভিডিয়োটি পোস্ট করেছিলেন রাজ নামের এক ব্যক্তি। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, “পঞ্জাব। একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে, ভগবন্ত মান পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। তাঁর প্রতিযোগী নভজোৎ সিং সিধু হলেও কিছু যায় আসে না। পুরনো লাফটার চ্যালেঞ্জের একটা ভিডিয়ো খুঁজে পেলাম, যেখানে ভগবন্ত মান রাজনীতি নিয়ো জোকস শোনাচ্ছেন। আর সেখানে বিচারকের আসনে তখন নভজোৎ সিং সিধু।”

সে সময় ভগবন্ত মান রাজনীতিতে নাম লেখাননি, মাথায় পাগড়িও পরতেন না। স্টার প্লাসে এই লাফটার চ্যালেঞ্জ অনুষ্ঠিত হত। স্টার প্লাসের তরফ থেকে পরবর্তীতে ভাগবান্ত মানের এই এপিসোডটি ইউটিউবেও আপলোড করা হয়েছিল, যেখানে বহু মানুষ নানাবিধ কমেন্ট করেছেন। তাঁদেরই একজন লিখেছেন, “পয়েন্ট অফ ভিউ: এটা ২০২২ সাল। তিনি এখন পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং নভোজোৎ সিং সিধু বিরোধী দলে।”

আরও পড়ুন: ‘বাঁকুড়া মিমস’ ছাড়তে ‘বাধ্য’ হয়ে কি ‘বাতেলাবাজ’ হলেন সৌমিত্র-সম্রাট-কিরণ? 

আরও পড়ুন: কুকুরের হানা থেকে বাঁচতে মরে যাওয়ার অভিনয় হাঁসের, ভিডিয়ো নেটাগরিকদের মন জিতল!

আরও পড়ুন: পুষ্পার ‘ঝুকেগা নেহি’ কায়দা দেখিয়ে ভাইরাল এই সদ্যোজাত!

Next Article