AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: নিউটন পরিবারের নতুন সদস্য মন জয় করল ইনস্টাগ্রাম ইউজারদের!

ইনস্টাগ্রামে ২ লক্ষের বেশি ফলোয়ার নিয়ে বেশ রয়েছে স্টারলিং নিউটন। এবার স্টারলিংকে সঙ্গ দিতে এল ছোট্ট কোলিন।

Viral Video: নিউটন পরিবারের নতুন সদস্য মন জয় করল ইনস্টাগ্রাম ইউজারদের!
স্টারলিং-এর প্রথম দেখা কোলিনের সাথে
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 6:54 PM
Share

ইন্টারনেটে একাধিক ভিডিয়ো ভাইরাল হয়। যার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে যা শুধু সুন্দরই নয় বরং আপনার মনকেও খুশি করে দেয়। এরকমই এক ইন্টারনেট ইউজার হলেন স্টারলিং, যার একাধিক ভিডিয়ো আপনার মনকে ভাল করে দেবে। আর একই ভাবে সে পোস্ট করেছে একটি ভিডিও, যা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে।

কিন্তু কে এই স্টারলিং? আর কী ভিডিয়োই বা পোস্ট করেছে সে? স্টারলিং নিউটন হল একটি গোল্ডেন রিট্রিভার। হ্যাঁ একটি কুকুর। ইনস্টাগ্রামে ২ লক্ষের বেশি ফলোয়ার নিয়ে বেশ রয়েছে এই গোল্ডেন রিট্রিভার স্টারলিং নিউটন। এবার স্টারলিংকে সঙ্গ দিতে এল ছোট্ট কোলিন। ছোট্ট কোলিনকে পেয়ে উচ্ছ্বসিত দাদা স্টারলিং। আর সেই ভিডিয়োই ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। ভিডিয়োটির ক্যাপশনে রয়েছে “ওয়েলকাম টু দ্য ফ্যামিলি কোলিন… উই লাভ ইউ অলরেডি”। ক্যাপশনই মনে ধরেছে অনেকের। কোলিনও হল একটি ছোট্ট গোল্ডেন রেট্রিভার। নিউটন পরিবারের এই নতুন সদস্যও বেশ মানিয়েছে বড় দাদা স্টারলিং-এর সাথে।

দেখুন সেই ভিডিয়ো…

ভিডিয়োটিতে যে রোম্যান্টিক গান ব্যবহার করা হয়েছে সেটাও বেশ নজর কেড়েছে। তার সাথে রয়েছে দুই কুকুরের খুনসুটি। ৯ ঘণ্টার মধ্যে ৩০ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে ভিডিয়োটি। হাজার হাজার ‘লাভ’ রিয়েক্ট পেয়েছে ছোট্ট কোলিন আর স্টারলিং। ভিডিয়োটির পাশাপাশি রয়েছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বিভিন্ন কমেন্ট, যেখান থেকে বোঝা যাচ্ছে বেশ ভালই মন জয় করেছে দুই নিউটন।

যদিও এই বিষয়টি স্টারলিং নিউটনের কাছে নতুন নয়। স্টারলিং-এর বেশির ভাগ ভিডিয়োতেই থাকে ৫০ হাজার থেকে এক লক্ষ ভিউস। এখানে থেকে বোঝা যাচ্ছে যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় স্টারলিং। স্টারলিং-এর ইনস্টা রিলের সংখ্যাও নেহাত কম নয়। একাধিক কিউট ভিডিয়ো রয়েছে সেই তালিকায়। এমনকি গত জানুয়ারি মাসেই লকডাউনে পালন করা হয়েছে স্টারলিং-এর তিন বছরের জন্মদিন। সেই ভিডিয়োতেও তার জনপ্রিয়তা প্রায় ৮৪ হাজারেরও বেশি। এবার সেই দলেই নাম লেখালো ছোট্ট কোলিন।

কিন্তু ভিডিয়োর এই বিষয়টি কোলিনের জীবনে প্রথম। স্টারলিং-এর সাথে এই প্রথম ইনস্টা রিলে যোগ দিল কোলিন। তাতে বেশ আনন্দই পেয়েছে কোলিন। স্টারলিং ও নিউটন পরিবার যেমন তাকে আপন করে নিয়েছে একই ভাবে মানিয়ে নিয়েছে নতুন নিউটনও। ক্যাপশন ও ব্যাকগ্রাউন্ড গান দিয়ে তার পরিবার ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে যে তারা তাকে ভালোবেসে ফেলেছে। ব্যবহারকারীদের ভালোবাসাও রয়েছে সেই তালিকায়।