Viral Video: লাদাখের রাস্তায় বড়সড় দুর্ঘটনা এড়িয়ে গেলেন এই বাইক চালক, দেখে নিন ঘটনার ভিডিয়ো…

ভিডিয়োটি শুরু হয় দুই বাইকার একটি ট্রাককে অনুসরণ করে এগচ্ছেন সেই সময়ে। রাস্তাটির চারিদিকে বরফে ঢাকা বড় বড় পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়। তাদের মধ্যে একজন যিনি সামনে ছিলেন, হঠাৎ ক্লিফের প্রান্ত থেকে ট্রাকটিকে ওভারটেক করার সিদ্ধান্ত নেয়। তারপর...

Viral Video: লাদাখের রাস্তায় বড়সড় দুর্ঘটনা এড়িয়ে গেলেন এই বাইক চালক, দেখে নিন ঘটনার ভিডিয়ো...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 1:16 PM

শ্রীনগর থেকে লাদাখ যাওয়ার সময় এক মোটরবাইক আরোহী ভয়ঙ্কর দুর্ঘটনা এড়িয়ে যেতে পারলেন। লোহার পাইপ বোঝাই একটি ট্রাকের পিছনে জোজিলা পাসের আঁটসাঁট রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় তিনি তাঁর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে, এলাকাটি প্রচণ্ড পরিমাণে কর্দমাক্ত ছিল। তিনি যখন নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করেছিলেন তখন রাস্তার একদম ধারে পৌঁছে গেছিলেন।

আরেকটু এদিক ওদিক হলেই বাইক সহ পাহাড়ের খাদে পড়ে জেতেন তিনি। কিন্তু ঠিক সে সময়েই তিনি নিজেকে সামলে নেন আর বাইকটি টেনে নিয়ে আসেন। তার পিছনে থাকা বাইকারের ক্যামেয়ায় এই ভয়ঙ্কর মুহূর্তটি ধরা পড়েছিল।

ভিডিয়োটি দেখুন:


জোজিলা পাস, যা কাশ্মীর উপত্যকা এবং লাদাখকে সংযুক্ত করে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাউন্টেন পাস হিসাবে বিবেচিত হয়। ভিডিয়োটি শুরু হয় দুই বাইকার একটি ট্রাককে অনুসরণ করে এগচ্ছেন সেই সময়ে। রাস্তাটির চারিদিকে বরফে ঢাকা বড় বড় পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়।

তাদের মধ্যে একজন যিনি সামনে ছিলেন, হঠাৎ ক্লিফের প্রান্ত থেকে ট্রাকটিকে ওভারটেক করার সিদ্ধান্ত নেয়। তাকে অন্য আরোহী সতর্ক করে। আর তারপরই ঘটে এই বিপদ।

ভূপেন্দর জাট তাঁর ফেসবুক পেজে ভিডিয়োটি পোস্ট করেছেন। ঘটনাটি গত মাসে ঘটেছিল, তবে এটি সম্প্রতি ইউটিউব চ্যানেল ভাইরালহগ-এ প্রকাশিত হয়েছে। এটি ইতিমধ্যে ৫,০০০-এর বেশি ভিউ হয়েছে।

আরও পড়ুন: Viral Video: বেশ সুন্দর দোলনায় দুলছিলেন, হঠাৎই ভারসাম্য হারিয়ে ফেলেন, তারপরই ভাইরাল সেই দম্পতি…

আরও পড়ুন: Viral Video: স্কুল খোলার আনন্দে স্কুলের গেটের বাইরেই ব্যান্ড বাজিয়ে নাচ বাবা মায়ের, ভাইরাল ভিডিয়ো…

আরও পড়ুন: Viral Video: টিক্কা রসগোল্লা চাট খেয়ে দেখলেন এক ফুড ব্লগার, ইন্সটাগ্রামে ভাইরাল হল তাঁর প্রতিক্রিয়া…