AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ‘গর্ভবতী কমলালেবু’ খুঁজে পেলেন নেটপাড়ার লোকজন! একটার ভিতরে আরও ৭-৮টা

Pregnant Orange: একটা কমলালেবুর খোসা ছাড়াতেই তার ভিতর থেকে আরও সাত-আটটা কমলালেবু বেরিয়ে এল। বিশ্বাস না হলে ভিডিয়োটি একবার দেখুন।

Viral Video: 'গর্ভবতী কমলালেবু' খুঁজে পেলেন নেটপাড়ার লোকজন! একটার ভিতরে আরও ৭-৮টা
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 8:25 PM
Share

নিত্য দিন নিত্য নতুন ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায়। কাঁচা বাদাম বা কিলি পলের কাঁচা বাদাম লিপ সিঙ্কের ভিডিয়ো যেমন থাকে, তেমনই আবার থাকে কিছু মজাদার ভিডিয়ো। অনেক সময় আবার কিছু বিরক্তিকর ভিডিয়োও অযাচিত কারণে ভাইরাল হয়ে যায়। তেমনই এক কাণ্ড ঘটল আবার। কমলালেবুর (Orange) খোসা ছাড়াতে যাচ্ছিলেন এক ব্যক্তি। আর সেই লেবুর খোসা ছাড়াতেই যা বেরিয়ে এল, তাতে চক্ষু চড়কবৃক্ষে উঠেছে নেটপাড়ার লোকজনের (Netizen)। অবাক করা সেই ভিডিয়োটি নিজের চোখে একবার না দেখলে বিশ্বাস করতে পারবেন না।

View this post on Instagram

A post shared by Technology • Gadgets • Tools (@rising.tech)

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করা হয়। বাজার থেকে সাধারণত যেরকম কমলালেবু আমরা কিনে থাকি, এটিও বাইরে থেকে ঠিক তেমনই। কিন্তু সেই কমলালেবুর খোসা ছাড়ালেই অবাক হতে হয়! কমলালেবু আমরা কে না ভালবাসি! কিন্তু এই কমলালেবুর হাল দেখলে অনেককেই পরের বার তা খাওয়ার আগে কয়েকবার ভাবতে হবে। ঠিক কী এমন রয়েছে সেই কমলালেবুতে?

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কমলালেবুর খোসা ছাড়াচ্ছেন। আর সেই লেবুর খোসা ছাড়াতে গিয়েই একের পর কমলালেবু বেরিয়ে আসছে। একটা কমলালেবুর ভিতর থেকে অন্তত ৭ থেকে ৮টা আরও ছোট ছোট কমলালেবু বেরোতে দেখা গিয়েছে, যা দেখে নেটাগরিকরা এটিকে গর্ভবতী কমলালেবু বলে দাবি করছেন।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে রাইজ়িং টেক নামক একটি পেজ থেকে। অবাক করা এই ভিডিয়ো অনেকের কাছে মজাদার মনে হলেও নেটাগরিকদের একটা বড় অংশ তা দেখে বড্ড বিরক্ত হয়েছেন। আর তার প্রমাণ মিলবে ভিডিয়োর কমেন্ট সেকশনে একবার চোখ বোলালেই।

তবে যাই হোক, ইনস্টাগ্রামের এই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে। কমেন্ট পড়েছে প্রায় ২২ হাজারেরও বেশি। আর এই ভিডিয়ো লাইক করেছেন ২.৬৫ মিলিয়নের কাছাকাছি।

আরও পড়ুন: রাতকে দিন করে দিল সাউদ্যাম্পটনের রহস্যময় বিস্ফোরণ, কারণ শুনে নেটিজেনরা অবাক!

আরও পড়ুন: মাত্র আড়াই টাকায় শিঙাড়া! কোথায় পাবেন এমন ‘খানা-খাজানা’? রইল ভিডিয়ো

আরও পড়ুন: শূন্যে এক চিমটে চিনি ছুড়ে ফিরিয়ে আনলেন! অবিশ্বাস্য জাদুকরিতে নেটাগরিকদের চক্ষু চড়কগাছ