অদ্ভুত এক মাছের সন্ধান পেলেন এক জেলে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই মাছের ছবি। নেটাপাড়ার লোকজন তো তার একটি নামও দিয়েছে, ‘চিজ়বার্গার উইথ টিথ’। রাশিয়ার মারমানস্কের ৩৯ বছরের সেই জেলের নাম রোমান ফেদেরোস্তোভ। একটি বাণিজ্যিক নৌকায় কাজ করার সময় প্রাণীটিকে লক্ষ্য করেন সেই জেলে।
বরাবরই নরওয়ে এবং ব্যারেন্টস সমুদ্রের দিকে যাওয়ার পথে একাধিক অদ্ভুত সামুদ্রিক প্রাণী উঠে পড়ে তাঁর জালে। তবে এবার যে প্রাণী তাঁর জালে উঠল, তা আগে তিনি কখনও দেখেননি। আর তার পরই একটা ছবি তুলে সোজা পোস্ট করে দেন ইনস্টাগ্রামে। আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখছেন, ‘সমুদ্রের তলদেশ থেকে অজানা এক প্রাণীর সন্ধান মিলেছে।’
সোশ্যাল মিডিয়ায় তো রীতিমতো তুলনা শুরু হয়ে গিয়েছে সেই জেলের পোস্টটিকে নিয়ে। এই বিরল সামুদ্রিক প্রাণীটিকে কেউ বলছেন, চিজ়বার্গার। কেউ আবার বলছেন, টিনেজ মিউট্যান্ট নিনজ়া টার্টল। এমনকি চিকেন স্যান্ডউইচের সঙ্গেও এই সামুদ্রিক প্রাণীর লুকের তুলনা শুরু হয়েছে। কারণ সেই সব ইউজারদের বক্তব্য, এই প্রাণীটি খুবই পাতলা এবং হালকা কমলা একটা আভাও রয়েছে তার শরীরে।
জলজ প্রাণীটি দেখতে ঠিক কী ধরনের স্যান্ডউইচের মতো এবং এটি কোন ফাস্ট-ফুড চেইন থেকে হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে, তা নিয়েও ইনস্টা পোস্টে আলোচনা করেছেন রোমান। তবে কমেন্ট সেকশনে গ্রাহকদের একটাই প্রশ্ন, কী ধরনের সামুদ্রিক প্রাণী হতে পারে এটি, যা আগে কেই কখনও দেখেনি। এখনও পর্যন্ত ১১ হাজার লাইক পড়েছে ইনস্টাগ্রামে রোমান নামক সেই জেলের পোস্টে।
একজন ইউজার আবার কমেন্ট করেছেন, ‘আমি তো বুঝতেই পারিনি যে এটা একটা মাছ!’ আর এক জন ইউজার লিখছেন, ‘আমি তো ভেবেছিলাম এটা একটা নতুন ধরনের চিকেন স্যান্ডউইচ, যা এই প্রথম বার খাব।’ আর এক জন ইউজার তো আবার একপ্রকার নিরাশ হয়েই বলছেন, ‘এটা কী ধরনের প্রাণী, কেউ আমাকে এক বার বলবেন প্লিজ।’
এদিকে আবার রোমানের সেই পোস্টে এক ইউজারের কমেন্ট, ‘এটা মনে হচ্ছে স্পঞ্জববের থেকেও জঘন্য একটা বার্গার’। ‘এই ছবিটি তো দেখাই বেআইনি মনে হচ্ছে’, সব থেকে সেরা কমেন্ট করেছেন এই ইউজার!
আরও পড়ুন: Viral Video: দাড়ি ছাঁটতে স্যালোনে হাজির বাঁদর! ভিডিয়ো দেখে হাসি থামছেই না নেটিজ়েনদের
আরও পড়ুন: Viral Video: চুলে ভর করে ‘এরিয়াল স্টান্ট’! ভাইরাল তরুণীর দুর্দান্ত পারফরম্যান্স, মুগ্ধ নেটপাড়া
আরও পড়ুন: Viral Video: আপেল নয় সিঙ্গারা খাব! খুদের এই ছোট্ট জেদ মন কাড়ল নেটিজেনদের