Viral Video: বিয়ে শেষেই হাতাহাতি লেগে গেল নতুন বর-কনের মধ্যে! কারণ জানলে অবাক হবেন আপনিও

TV9 Bangla Digital | Edited By: megha

May 01, 2022 | 6:32 PM

Viral Wedding Video: বিয়ের ভিডিয়ো, ফটোশুট থাকে স্মৃতি জড়ানো, যা দেখতে যে কারোর ভাল লাগবে। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিয়োতে তা ঘটল না।

Viral Video: বিয়ে শেষেই হাতাহাতি লেগে গেল নতুন বর-কনের মধ্যে! কারণ জানলে অবাক হবেন আপনিও
ভাইরাল ভিডিয়ো

Follow Us

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে বিয়ের ভিডিয়ো। তার মধ্যে কিছু রয়েছে মজার আবার কিছু রয়েছে অনুপ্রেরণামূলক। কিন্তু এবার এমন একটি বিয়ের ভিডিয়োর ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে আপনিও তাজ্জব হয়ে যাবেন। বুঝতে পারবেন না, হচ্ছেটা কী। বিয়ের পরিবেশ মানেই আনন্দ, হাসি-মজা, ঠাট্টা থাকবে। আর বিয়ের ভিডিয়ো, ফটোশুট থাকে স্মৃতি জড়ানো, যা দেখতে যে কারোর ভাল লাগবে। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিয়োতে তা ঘটল না। বরং এই ভাইরাল ভিডিয়োতে এমনই ঘটল যা অবাক করে দিল সবাইকে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,

ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে, বর ক্যামেরাম্যানকে বলছে ভাল করে ছবি তোলার জন্য। সেই সময় কনে তাঁকে খাবারের জন্য অফার দেয়। কিন্তু বর যেহেতু রেগে গিয়ে কনের দিকে তাকায় তাই তাঁকে মিষ্টি খাওয়ানোর বদলে সেটা বরের মুখে মাখিয়ে দেয়। আর এখানেই বচসা বাঁধে নবদম্পতির মধ্যে।

বিয়ের আসরে খেই হারিয়ে ফেলে পাত্র। তাঁর মুখে মিষ্টি মাখিয়ে দিয়েছে পাত্রী। রেগে গিয়ে সবার সামনে এক সপাটে চড় মারে নতুন বউকে। নতুন বউও কম যায় না। সেও ঘুরিয়ে চড় মারে পাত্রকে। এই ভাবেই একে অপরকে প্রায় দু’ বার তিন বার চড় মারতে থাকে নবদম্পতি। শেষ পর্যন্ত দেখা যায়, নতুন বউ এই সব সহ্য না করে কেঁদে ফেলে।

যদিও বিষয়টা রেগে যাওয়ারই। মিষ্টি খাওয়ানোর বদলে মুখে মাখিয়ে দিয়েছে বউ। কিন্তু তা বলে সপাটে চড়! এটা কেউই মেনে নেবেন না। আর এখানেই বাঁধে গণ্ডগোল। নতুন বউও কম যায় না। সেও ঘুরিয়ে ক্রমাগত মারতে থাকে বরকে। তবে শেষ পর্যন্ত কী হল, তা দেখা যায়নি ভিডিয়োতে।

নেটদুনিয়ায় এই ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিয়োটি কোথায় ক্যামেরাবন্দী করা হয়েছে তা জানা যায়নি। তবে এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুনীল গ্রোভার। ভিডিয়োটি শেয়ার করার পাশাপাশি সুনীল লিখেছেন, “রাগ করো না! সবেতে তো জীবন শুরু হয়েছে। তবে এঁদের ৩৬-এর মধ্যে ৩৬ গুণ মিলে গিয়েছে”।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বিয়ে ভাঙলেন স্বয়ং পাত্রী! কারণ শুনে নেটমহল জানালো কুর্নিশ

আরও পড়ুন: একা পেয়ে জিরাফকে ঘিরে ধরল সিংহের দল! শেষ অবধি লড়াইয়ে কার জিত হল দেখুন ভাইরাল ভিডিয়োয়

আরও পড়ুন: কড়া রোদ এড়াতে চলন্ত শামিয়ানার নীচে বরযাত্রীর নাচ, দেখুন ভাইরাল ভিডিয়োয়

Next Article