Viral Video: বহুতলে আগুন, প্রাণ বাঁচাতে ছেলেকে তিনতলার বারান্দা থেকে ছুঁড়ে দিলেন বাবা, পরে ঝাঁপ দিলেন নিজেও

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 13, 2022 | 11:12 PM

Viral Video: ওই বহুতলের তিনতলা এবং চারতলাতেই আগুন লেগেছিল। সেখানে এই বাবা-ছেলের সঙ্গে আটকে পড়েছিলেন আরও অনেকেই।

Viral Video: বহুতলে আগুন, প্রাণ বাঁচাতে ছেলেকে তিনতলার বারান্দা থেকে ছুঁড়ে দিলেন বাবা, পরে ঝাঁপ দিলেন নিজেও
ছবি প্রতীকী।

Follow Us

আগুন (Fire) লেগেছিল একটি বহুতলে। সেখানেই তিন বছরের ছেলেকে নিয়ে আটকে পড়েছিলেন এক যুবক। এদিকে ক্রমশ বাড়ছিল আগুনের লেলিহান শিখা। শেষ পর্যন্ত ছেলেকে বাঁচাতে তিনতলার ব্যালকনি থেকে ছুঁড়ে দেন বাবা। নিজেও ঝাঁপ দেন সেখান থেকেই। তবে সেই সময় নীচে দাঁড়ানো ছিলেন দমকল আধিকারিকরা। প্রথমে বাচ্চা ছেলেটিকে লুফে নেন তাঁরা। তারপর ওই যুবককেও ধরে নিয়েছিলেন দমকল কর্মীরা। এ যাত্রায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন ওই বাবা-ছেলে। এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। জানা গিয়েছে, আমেরিকার নিউ জার্সিতে ঘটেছে এই ঘটনা।

দেখুন ওই বাবা-ছেলে উদ্ধার হওয়ার ভাইরাল ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনদের অনেকেই। কারণ একটু এদিক ওদিক হলেই বড় বিপদ ঘটতে পারত। যদি ওই দমকল আধিকারিকরা ঠিকভাবে বাচ্চাটি এবং তার বাবাকে ধরতে না পারতেন তাহলে নিঃসন্দেহে গুরুতর চোট পেতেন দু’জনেই। তবে এক্ষেত্রে সেইসব কিছু হয়নি। বরং নিরাপদেই উদ্ধার হয়েছেন ওই বাবা এবং ছেলে। কিন্তু নেটিজ়েনদের অনেকের মতে সন্তানকে তিনতলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলে এবং নিজে ঝাঁপ দিয়ে হঠকারী সিদ্ধান্তই নিয়েছেন ওই যুবক। তবে অনেকে আবার এও বলেছেন যে আগুন লেগে যাওয়া ঘরে আটকে থাকলে আরও বড় বিপদ হতে পারত। সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ওই বাবা। সন্তানকে বাঁচানোর চেষ্টা করে তারপর নিজেকে বাঁচানোর তাগিদে ঝুঁকি নিয়ে লাফ দিয়েছেন তিনতলার বারান্দা থেকে।

ওই বহুতলের তিনতলা এবং চারতলাতেই আগুন লেগেছিল। সেখানে এই বাবা-ছেলের সঙ্গে আটকে পড়েছিলেন আরও অনেকেই। তাঁদের মধ্যে একজন ধোঁয়ায় বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। এমনটাই জানা গিয়েছে দমকমল বিভাগের তরফে। তাঁরা জানিয়েছেন, প্রায় ৫০ জন লোক ঘরছাড়া হয়েছেন। গোটা ব্যাপারটা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল সেটাই খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে আপাতত ওই বহুতলের বাসিন্দারা সকলেই সুস্থ রয়েছে। ভাইরাল ভিডিয়োতে যেভাবে তিন দমকল অফিসার বাচ্চা ছেলেটি এবং তার বাবাকে লুফে নিয়েছিলেন তার প্রশংসা করেছেন নেটিজ়েনরা। ওই দমকল কর্মীদের কুর্নিশও জানিয়েছেন সকলেই।

আরও পড়ুন- Viral Video: আর এক ডান্সিং আঙ্কল ভাইরাল, নাচে হার মানাতে পারেন মাইকেল জ্যাকসনকেও!

আরও পড়ুন- Viral Video: রাশিয়ায় বন্ধ হচ্ছে ম্যাকডোনাল্ডস! দোকানের বাইরে দাঁড়িয়ে শয়ে শয়ে গাড়ি, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: ঠাকুমাকে বাড়ি ফিরতে দেবে না, হাত চেপে ধরে সারমেয়র কাতর মিনতি!

Next Article
Viral Video: আর এক ডান্সিং আঙ্কল ভাইরাল, নাচে হার মানাতে পারেন মাইকেল জ্যাকসনকেও!
Viral Video: পুরু বরফের চাদরে ঢেকেছে হিমালয়, তার মধ্যে কবাডি খেলছেন আইটিবিপি হিমবীররা