পিজ্জা খেতে সবার যে ভাল লাগে না সেই নিয়ে কোনও দ্বিমত নেই। তবে, অনেকের কাছেই যেমন মোমো না খেলে চলে না, পিজ্জাও ঠিক তেমনই। একবার হলেও খেতে হবে সারাদিনে। খাবার হিসেবে পিজ্জা সাম্প্রতিককালে বেশি জনপ্রিয় হয়েছে। আগেকার দিনের মানুষরা যে খুব একটা বেশি পিজ্জা খেতে ভালবাসেন না সেই বিষয়ে সন্দেহের জায়গা নেই। সেটাই আরও একবার প্রমাণিত হল সদ্য ভাইরাল হওয়া একটি ক্লিপে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গেছে যে এক বৃদ্ধাকে পিজ্জা খেতে দেওয়া হচ্ছে। সেটা খেয়ে তাঁর যে প্রতিক্রিয়া সেটাই ছিল ভিডিয়োটির আসল কন্টেন্ট। ভিডিয়োটি তাঁর নাতি গ্রীশ ভাট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ইনস্টাগ্রামের এই রিল এখনও পর্যন্ত প্রায় ৮.৫ লাখ ভিউ পেয়েছে।
ভিডিয়োটি দেখুন:
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় যে এক বৃদ্ধা পিজ্জার টুকরো মুখে নিয়ে কামড় দিয়েছেন। তারপর তাঁর যে প্রতিক্রিয়া হয় সে থেকেই বোঝা যায় যে তিনি সেই পিজ্জাটি একেবারেই উপভোগ করেননি। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘দিদা প্রথমবার পিজ্জা খাচ্ছেন।’
ভাইরাল এই ভিডিয়োটিকে প্রচণ্ড পছন্দ করেছেন নেটিজেনরা। অনেকেই বৃদ্ধার সততার জন্য তাঁকে বাহবা দিয়েছেন আবার অনেকেই তাঁর মুখের মিষ্টতার প্রশংসা করেছেন।
আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?