Viral Video: বাংলার লোকাল ট্রেনে বয়স্ক দম্পতির এই ভিডিয়ো দেখে নেটপাড়ায় তীব্র উন্মাদনা
Viral Video Today: বয়ঃপ্রাপ্তির পরেও কীভাবে যে দুজনে তাঁদের প্রেম ধরে রেখেছেন, একে অপরের প্রতি যে কীভাবে কেয়ার করেন, ভিডিয়োর পরতে পরতে তা ধরা পড়েছে। আর ইন্টারনেটে তা আসা মাত্রই ব্যাপক ভাইরাল।
Latest Viral Video: গত কয়েকদিন ধরে ইন্টারনেট মশগুল একটি চমৎকার ভিডিয়োতে। সেখানে এক বয়স্ক দম্পতির প্রেমের মুহূর্ত ধরা পড়েছে। বয়ঃপ্রাপ্তির পরেও কীভাবে যে দুজনে তাঁদের প্রেম ধরে রেখেছেন, একে অপরের প্রতি যে কীভাবে কেয়ার করেন, ভিডিয়োর পরতে পরতে তা ধরা পড়েছে। আর ইন্টারনেটে তা আসা মাত্রই ব্যাপক ভাইরাল। একটা কথা আমরা প্রায়শই শুনি না, প্রেমে পড় সহজ, তা টিকিয়ে রাখা খুব কঠিন। ওই দুই বয়স্ক দম্পতি যেন সেই বিষয়টাই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন।
ঘটনাটি এই বাংলারই। রাজ্যেরই কোনও এক লোকাল ট্রেনের সেই ভিডিয়ো এখন নেটপাড়ার অলিতে-গলিতে ছড়িয়ে পড়েছে। লোকাল ট্রেনের কামরায় তাঁরা দুজন বাদে সেরকম ভাবে আর কেউ নেই। আর যিনি ভিডিয়োটা রেকর্ড করছিলেন, তিনি ছিলেন। বয়স্ক ব্যক্তিটা প্রথমে বিস্কুটের প্যাকেট খুলে তাঁর স্ত্রীয়ের হাতে একটা ধরিয়ে দিলেন। তারপর সেখান থেকে একটা বিস্কুট বের করে খেলেন নিজে। দুজনে এমন ভাবেই গল্প জুড়লেন, মনে হয় যেন তাঁদের প্রেম বড়ই নতুন।
View this post on Instagram
মনে হচ্ছিল যেন, এই তো সে দিন দেখা হয়েছিল তাঁদের। ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Kolkatar Frame নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োতে প্রায় 40 হাজারেরও বেশি লাইক পড়েছে। পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ লাখ দুয়েক ছাপিয়ে গিয়েছে। আর নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন এই ভিডিয়ো দেখার পরে।
একজন বললেন, ‘সত্যিই এই বয়সে যেন আমাদের প্রেমটাও এরকম থাকে।’ দ্বিতীয় জন যোগ করলেন, “তাঁদের কাছে আমাদের শেখা উচিত, প্রেম করার পর এতদিন পর তা কীভাবে টিকিয়ে রাখতে হয়।” তৃতীয় জন জুড়লেন, “এমন একটা সময়ের মধ্যে আমরা বসবাস করছি, যখন এরকম ভিডিয়োগুলো আমাদের প্রতিদিন দেখার দরকার, ভালবাসাটা টিকিয়ে রাখা দরকার।”