সোশ্যাল মিডিয়ায় সদা সজাগ থাকেন মাহিন্দ্রা গ্রুপ চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। কখনও কোনও মজার ভিডিয়ো, কখনও বা শিক্ষণীয় কোনও ভিডিয়ো বা পোস্ট ট্যুইটারে (Twitter) শেয়ার করতে দেখা যায় এহেন আনন্দ মাহিন্দ্রাকে। এবার তিনি একটি মজাদার ভিডিয়ো শেয়ার করলেন, যেখানে একটি হাঁসকে লড়াই করতে দেখা যাচ্ছে একপাল গরুর সঙ্গে। বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি (Viral Video)।
‘How’s the Josh, bird?’ ‘High sir, Ultra high’. That bird’s chutzpah is my #MondayMotivation (courtesy @ErikSolheim ) pic.twitter.com/lVDRXpDZbp
— anand mahindra (@anandmahindra) February 21, 2022
ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ কয়েকটি গরু লড়াই করছে একটি হাঁসের সঙ্গে। ছোট্ট সেই হাঁসকে কখনও গুঁতো মেরে বা কখনও তাড়া করে, নানা ভাবে ভয় দেখানোর পালা চলছে। তবে সেই হাঁসটি কিন্তু অত্যন্ত সাহসের সঙ্গে মাটি কামড়ে পড়ে রয়েছে।
ভিডিয়ো শেয়ার করে তার ক্যাপশনে মিস্টার মাহিন্দ্রা লিখছেন, “হাও ইজ় দ্য জোশ? হাই স্যার, আলট্রা হাই এই পাখির সাহস সোমবারে আমাকে অনুপ্রেরণা জাগাল।” ট্যুইটারে এই ভিডিয়োর প্রায় ৭ লাখ ভিউ হয়েছে। হাঁসের কমফিডেন্স দেখে নেটাগরিকরা একপ্রকার অবাক।
इस से यही सिख मिलती है की “जो निर्भय,निडर होता है वो आगे कुछ भी हो पिछे नहीं हटता.!”
After all,
will power is always much more than physical power..!— महेशानंद महाराज (@maharaja_swami) February 21, 2022
Truly 2 lessons for Humanity.
1.When in power, do not attack someone weaker than you.
2. When faced with big troubles, stand confident and face them head on …without flinching.— Devika M (@Devill23) February 22, 2022
This shows guts has nthng to do with size it’s always related/ proportional to ur heart and determination…
— saket (@saketsauravsahu) February 22, 2022
She knows she has that unique power (flying) and she can use that when situation becomes worst. Hence the confidence. Crux is, all of us has something unique in ourselves, the only thing is to realize and know when to use it.
— Dharmendra Dubey (@ddubey22) February 22, 2022
একজন ইউজার লিখছেন, “এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে, সাহস কখনও সাইজ় দিয়ে মাপা যায় না। এটা সব সময় দেখতে হয়। তা মাপতে দরকার হয় আপনার মনের জোর এবং দৃঢ় সংকল্প।” আর একজন ইউজার লিখলেন, “এখানে পাখিটির আকার দেখার বিষয় নয়। পাখিটির লড়াইয়ের আকার দেখার বিষয়।”
আরও পড়ুন: কচুরি কিনতে ট্রেন থামালেন চালক! ভাইরাল ভিডিয়ো দেখে অবাক নেটিজ়েনরা
আরও পড়ুন: মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে ৬৫টি পুশআপ! ভাইরাল আইটিবিপি কমানড্যান্টের ফিটনেস-স্টান্টের ভিডিয়ো
আরও পড়ুন: ফুটবল পায়ে মাঠ কাঁপাচ্ছেন চার সন্ন্যাসিনী! রইল ভিডিয়ো