Viral Video: মুখে সিগারেট গুঁজে বরকে বরণ শাশুড়ির, আগুন জ্বালালেন শ্বশুর, এ দেশেরই অবাক নিয়ম
Viral Video Today: এবার আমরা এমনই এক বিয়েবাড়ি খোঁজ পেলাম, যেখানে বরকে বরণ করার রীতিটি বড় অদ্ভুত। দেখা গেল, বরের হবু শাশুড়ি তাঁকে বরণ করে নিচ্ছেন সিগারেট আর পান দিয়ে।
ভারতীয় বিবাহ অনুষ্ঠানগুলিতে এমন কিছু দেখা যায়, যা সম্ভবত এই পৃথিবীর অন্য প্রান্তে দেখা যায় না। এ দেশে বিয়ে প্রাচীন এবং ঐশ্বর্যপূর্ণ রীতিনীতিতে পরিপূর্ণ, যা প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে, জমকালো পোশাক, গান, নাচ, প্রচুর গয়নগাটি, আয়োজনে কোনও খামতি থাকে না সেখানে। তবে এবার আমরা এমনই এক বিয়েবাড়ি খোঁজ পেলাম, যেখানে বরকে বরণ করার রীতিটি বড় অদ্ভুত। দেখা গেল, বরের হবু শাশুড়ি তাঁকে বরণ করে নিচ্ছেন সিগারেট আর পান দিয়ে।
এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে যে, গুজরাটের একটি বিবাহ অনুষ্ঠানে বরকে সিগারেট এবং পান দিচ্ছেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। ইনস্টাগ্রামে joohiie নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “বিয়েবাড়ির একটা নতুন প্রথা দেখলাম, যেখানে হবু শাশুড়ি তাঁর জামাইকে মিষ্টি এবং পান দিয়ে স্বাগত করছেন।”
View this post on Instagram
ভিডিয়োর কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “দক্ষিণ গুজরাটের অনেক গ্রামেই এই প্রথা মানা হয়। ভিডিয়োতে আপনি দেখতে পাবেন, বর কিন্তু সিগারেটটি খায়নি। প্রথা মেনে সে খালি মুখে ধরে রেখে দিয়েছিল কিছুক্ষণ। এটা দেখে শুধু হাসুন, বিরক্ত বোধ হওয়ার কিছু নেই। যাঁরা সত্যিই সিগারেট খান, তাঁরা অবশ্য এই ভিডিয়ো দেখে কিছুটা খুশিই হবেন।” আর একজন ইউজারও যোগ করেছেন, এই একই প্রথা বিহারের অনেক গ্রামেও কনের পরিবারের তরফ থেকে বরকে দেওয়া হয়।
ভিডিয়োতে দেখা গেল, শাশুড়ির তাঁর জামাইয়ের মুখে সিগারেটটা গুঁজে দিলেন এবং শ্বশুর তা জ্বালানোর চেষ্টা করছেন। যদিও বর কিন্তু সেই সিগারেট খায়নি এবং শ্বশুর সেটিকে নিয়েও নেয়। এই ইনস্টাগ্রাম রিল ভিডিয়োটির ভিউ হয়েছে প্রায় 5.8 মিলিয়ন এবং 166K লাইক পড়েছে তাতে।
ভিডিয়োটি দেখার পর নেটিজ়েনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ ঐতিহ্যের প্রাচীন শিকড়কে স্বীকার করে নিয়েছেন এবং অন্যরা এই ধরনের প্রথার অবসানের আহ্বান করেছেন। একজন লিখেছেন, “ঐতিহ্যের দোহাই দিয়ে যত্তসব আজেবাজে কাজকর্ম।” আর একজন মজা করে যোগ করেছেন, “বউ যেমনই হোক না কেন, শাশুড়ি যেন এরকই হয়।” তৃতীয়জনের বক্তব্য, “এই বরের মুখেচোখে স্ট্রেস দেখতে পাচ্ছি। একটা পাফ নেওয়ার কত ইচ্ছে তাঁর, কিন্তু নিজেকে কী কষ্ট করে ধরে রেখেছেন।”