Viral Video: মালাবদলের সময় বরের পাজামা খুলে গেল! ঘোমটায় মুখ ঢেকেও হাসি লুকোতে পারলেন না কনে
Viral Video Today: বর ও কনে দুজনে দুজনের হাতে মালা ধরে ক্যামেরায় পোজ় দিচ্ছেন। কনে প্রথমে তাঁর হাতের মালাটি পরিয়ে দিলেন বরের গলায়। আর তারপর যেই বর তাঁর হবুবউয়ের গলায় মালাটা পরাতে গেলেন তখনই তাঁর পাজামাটা খুলে গেল। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Latest Viral Video: বিয়ে এবং বিয়েবাড়ি হল এমন এক জায়গা, যেখানে সকলে প্রাণবন্ত থাকেন। বর ও কনের পরিবারের লোকজন থেকে শুরু করে সেই বিয়েতে অতিথি হিসেবে যাঁরা আসেন, তাঁদেরকেও দেখা যায় অত্যন্ত প্রাণোচ্ছ্বল ভঙ্গিমায়। দুটো মন, দুটো আত্মা এবং দুটো পরিবার যেখানে একত্রিয় হয়, সেখানে পাড়াপড়শি থেকে শুরু করে নিকটস্থরা পৌঁছে যান, নব দম্পতিকে আশীর্বাদ করতে। তবে একটা বিবাহ অনুষ্ঠানে কত কী-ই যে ঘটে যেতে পারে, তার কোনও ইয়ত্তা নেই। কিন্তু বিয়ের সময় যদি বর বা কনে কারও সঙ্গে যদি কোনও দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কী অপ্রস্তুত অবস্থার সৃষ্টি হয়, তা বলে বোঝানোর নয়। এবার এক বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো খুব শোরগোল ফেলেছে। কনের (Bride) গলায় মালা পরানোর সময় দেখা গেল বরের (Groom) পাজামাটাই (Pyjama) খুলে গেল। আর তা দেখে ঘোমটায় মুখে ঢেকে কনে যা হাসি হাসলেন, তা যেন নেটিজ়েনদের মন জিতে নিয়েছে।
বিয়ের মতো আনন্দোৎসব বোধহয় এক পুরুষ ও নারীর জীবনে আর কিছু নেই। কিন্তু সেই বিয়েতেই কখনও এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, যা আনন্দ মাটি করে দিতে পারে কয়েক সেকেন্ডে। ঠিক যেমনটা ঘটল এই যুগলের ক্ষেত্রে। বিয়ের মাল্যদান পর্বে এমনই কাণ্ড ঘটে গেল, যা কনে তো বটেই, ওই বিবাহ অনুষ্ঠানে আগত সকল অতিথিকে চরম অপ্রস্তুত অবস্থার মধ্যে দাঁড় করাল।
ये दूल्हे के साथ क्या हो गया !!! ??????? pic.twitter.com/RSELxUTzQ9
— Hasna Zaroori Hai ?? (@HasnaZarooriHai) March 16, 2023
ভিডিয়োতে দেখা গেল, বর ও কনে দুজনে দুজনের হাতে মালা ধরে ক্যামেরায় পোজ় দিচ্ছেন। কনে প্রথমে তাঁর হাতের মালাটি পরিয়ে দিলেন বরের গলায়। আর তারপর যেই বর তাঁর হবুবউয়ের গলায় মালাটা পরাতে গেলেন তখনই তাঁর পাজামাটা খুলে গেল। প্রাথমিক ভাবে তিনি ব্যাপারটি বুঝতে পারেননি। কারণ, মন তখন ছিল কনের গলায় মালা পরানোর দিকে। কিন্তু হঠাৎই লক্ষ্য করেন, প্যান্টটা খুলে পড়ে গিয়েছে। তা দেখে কনে ঘোমটায় মুখ লুকিয়ে হাসতে থাকেন, নিজের এমন অবস্থা দেখে হাসতে থাকেন বরও।
সাম্প্রতিক অতীতে আমরা যত মজাদার ঘটনা দেখেছি, তার মধ্যে এরকম হাস্যকর ঘটনা খুবই কম দেখেছি। টুইটারে @HasnaZarooriHai নামক একটি পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। বহু মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, “এ আবার কেমন বর, যার বিয়ে করতে গিয়ে পাজামা খুলে যায়।” কেউ আবার যোগ করেছেন, “কনের প্রতিক্রিয়ায় আমি সবথেকে মজা পেয়েছি।”